Weather | ২৪ ঘন্টায় বঙ্গে বাড়বে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! বেজিংয়ে ১৪০ বছরের রেকর্ড বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি!

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

বুধবার গোটা বঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমলেও ফের রোববার থেকে বাড়বে বর্ষণ। বেজিংয়ে প্রবল বৃষ্টিতে এখনো পর্যন্ত মৃত্যু ৩৩ জনের।


দিন কয়েক ধরেই লাগাতার বর্ষণে ভিজছে তিলোত্তমা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা। আগের সপ্তাহের শেষ থেকেই সূর্যের কোনও দেখা নেই কালো মেঘের জন্য।এরপর সোমবার থেকেই মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে কলকাতায় (Kolkata) ও দক্ষিণবঙ্গে। আজ, অর্থাৎ বুধবার পর্যত্র ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগেই দিয়েছিলো আবহাওয়া দফতর। এবার হাওয়া অফিস জানালো, আগামী ২৪ ঘন্টারে বাড়তে চলেছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা-মাঝারি বৃষ্টি।

আগামী ২৪ ঘন্টারে বাড়তে চলেছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা-মাঝারি বৃষ্টি
আগামী ২৪ ঘন্টারে বাড়তে চলেছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা-মাঝারি বৃষ্টি

বুধবার হাওয়া অফিসের (Alipore Weather Office) তরফে থেকে জানানো হয়, এদিন দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে মুর্শিদাবাদ (Murshidabad), নদিয়া (Nadia), বীরভূম (Birbhum), পূর্ব মেদিনীপুর (East Medinipur), উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা (North and South 24 Parganas), হাওড়া (Howrah), কলকাতা (Kolkata), পূর্ব ও পশ্চিম বর্ধমানে (East and West Burdwan)। জানা গিয়েছে, বর্তমানে উত্তর বাংলাদেশ (North Bangladesh) ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা অনেকটা উত্তরে সরে গিয়ে আগামী ৪- থেকে ৫ দিন হিমালয় (Himalayas) সংলগ্ন এলাকায় অবস্থান করবে ।

Trending Updates
দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে
দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে

এদিন গোটা দিন আংশিক কলকাতার আকাশ কালো মেঘে ঢাকা থাকবে বলে জানা গিয়েছে। এদিন বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে। তবে বাতাসে জলীয় বাষ্প থাকায় বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা ও পরিমাণ কমবে। তবে ফের রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতায় বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ১ ডিগ্রি কম।

বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা ও পরিমাণ কমবে
বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা ও পরিমাণ কমবে

অন্যদিকে,সপ্তাহ জুড়েই উত্তরবঙ্গে অবিরাম বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong), আলিপুরদুয়ার (Alipurduar), কোচবিহার (Cooch Behar) ও জলপাইগুড়িতে (Jalpaiguri) আগামী ২৪ ঘন্টায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা (Malda) ও দুই দিনাজপুরেও (Dinajpur)। জানা গিয়েছে, শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। হাওয়া অফিস সূত্রে খবর, বর্তমানে মৌসুমী অক্ষরেখাটি উত্তরে এগিয়ে গোরক্ষপুর (Gorakhpur) এবং কোচবিহারের উপর দিয়ে মণিপুর (Manipur) পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর-পশ্চিম ভারতে।

সপ্তাহ জুড়েই উত্তরবঙ্গে অবিরাম বৃষ্টির পূর্বাভাস 
সপ্তাহ জুড়েই উত্তরবঙ্গে অবিরাম বৃষ্টির পূর্বাভাস 

প্রসঙ্গত, বাঁধভাঙা বৃষ্টিতে ভয়াবহ অবস্থা চিনের (China) রাজধানী বেজিংয়ে (Beijing)।  প্রবল বৃষ্টির কারণে এই প্রাকৃতিক দুর্যোগের ফলে মৃত্যু হয়েছে ৩৩ জনের। পাশাপাশি বুধবার প্রশাসন সূত্রে খবর, ভয়াবহ বৃষ্টিতে সৃষ্টি হওয়া বন্যায় এখনও পর্যন্ত নিখোঁজ অন্তত ১৮ জন। উল্লেখ্য, বেজিংয়ে বিগত ১৪০ বছরের নিরিখে এত অল্প সময়ে এত বৃষ্টির রেকর্ড এই প্রথম।

বাঁধভাঙা বৃষ্টিতে ভয়াবহ অবস্থা চিনের রাজধানী বেজিংয়ে
বাঁধভাঙা বৃষ্টিতে ভয়াবহ অবস্থা চিনের রাজধানী বেজিংয়ে

জানা গিয়েছে, বৃষ্টির প্রকোপ এতটাই বেশি যে, রাস্তাঘাট কার্যত জলের তলায় চলে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পানীয় জলের পাইপ লাইন, বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ সংযোগ। এর ফলে স্বাভাবিকভাবেই বিপর্যস্ত জনজীবন। একাধিক জায়গায় অনেকে আটকে পড়েছেন। উদ্ধারকাজ চলাকালীন উদ্ধারকারী দলের এক ব্যক্তিরও মৃত্যু হয়েছে বলে খবর। বেজিংয়ের পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রশাসনের তরফে উদ্ধারকার্যে সাহায্য করার জন্য সাধারণ নাগরিকদের কাছে আরজি জানানো হয়েছে।

বেজিংয়ে বিগত ১৪০ বছরের নিরিখে এত অল্প সময়ে এত বৃষ্টির রেকর্ড এই প্রথম
বেজিংয়ে বিগত ১৪০ বছরের নিরিখে এত অল্প সময়ে এত বৃষ্টির রেকর্ড এই প্রথম

এক সংবাদ সম্মেলনে বেজিংয়ের ভাইস-মেয়র জিয়া লিনমাও (Beijing Vice-Mayor Xia Lin Mao) এই পরিস্থিতি সম্পর্কে বলেন,জুলাই মাসে প্রকৃতির মারে প্রাণ হারিয়েছেন বা নিখোঁজ ১৪৭ জন। বেজিং সংলগ্ন হেবেই প্রদেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৫ জনের। নিখোঁজ ২২। জিলিন প্রদেশে মৃত্যু হয়েছে ১৪ জনের। প্রসঙ্গত, এর আগে ১৮৯১ সালে অল্প সময়ে বিপুল বৃষ্টি হয়েছিল বেজিংয়ে। তথ্য অনুযায়ী, সেবার বৃষ্টি হয়েছিল প্রায় ৬০৯ মিলিমিটার। কিন্তু এবছরের বৃষ্টি বেজিংয়ের এখনও পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File