আবহাওয়া

West Bengal Weather | একাধিক রাজ্যে হিটওয়েভ অ্যালার্ট জারি করেছে IMD! তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও! আগামী ১৯ এপ্রিল পর্যন্ত বইবে লু!

West Bengal Weather | একাধিক রাজ্যে হিটওয়েভ অ্যালার্ট জারি করেছে IMD! তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও! আগামী ১৯ এপ্রিল পর্যন্ত বইবে লু!
Key Highlights

মহারাষ্ট্র, তেলঙ্গানা, অন্ধ্র প্রদেশ, তেলঙ্গানা-সহ পশ্চিমবঙ্গেও তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে চলতি সপ্তাহে। সঙ্গে বইবে লু। একাধিক রাজ্যে সতর্কতা জারি করলো মৌসম ভবন।

প্রচন্ড গরমে নাজেহাল অবস্থা বাংলায়। ৪৩ ডিগ্রি ছোঁয়ার পথে পশ্চিমাঞ্চল। ক্রমশ তাপমাত্রা কমার বদলে বেড়েই চলেছে। তীব্র তাপপ্রবাহের জেরে দিনের ৫ ঘন্টা বাইরে বেরোতেও নিষেধ করছেন চিকিৎসক থেকে শুরু করে হাওয়া অফিস। এখন সকল বঙ্গবাসীরই একটা প্রশ্ন, কবে পরিবর্তন হবে পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather)? কবে মিলবে স্বস্তি? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস   এই পরিস্থিতিতে শোনালো আরও আশঙ্কার খবর! চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ হতে পারে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। আগামী কয়েকদিনের জন্য তাপপ্রবাহের সতর্কতা জারি করল মৌসম ভবনও। যার ফলে পশ্চিমবঙ্গ-সহ দেশের একাধিক রাজ্যে তৈরী হবে অস্বস্তিকর আবহাওয়া।

‘পুড়ছে’ বাংলা!

দক্ষিণবঙ্গের আট জেলায় আগামী কয়েকদিনে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, পুরুলিয়া, বাঁকুড়া , ঝাড়গ্রাম, দুই বর্ধমান, দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার অনেক এলাকায় পারদ ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলে পূর্বাভাস। এই তাপপ্রবাহের কথা মাথায় রেখে মঙ্গলবার জরুরি বৈঠক করলেন মুখ্য সচিব বি পি গোপালিকা। ভার্চুয়াল এই বৈঠকে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য কারিগরি দফতরের সচিব সহ জেলাশাসকরাও।

পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News) অনুযায়ী, ১৭ তারিখ তাপপ্রবাহের পূর্বাভাস ছিল বঙ্গে। কিন্তু ১৬ তারিখেই তাপপ্রবাহের কবলে পড়ল ২ বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর। অর্থাৎ ৪ জেলায় এদিন তাপপ্রবাহ হয়। আগামিকাল ১৭ এপ্রিল এর সঙ্গে যুক্ত হচ্ছে বীরভূম, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম। পরবর্তী আরও ৭২ ঘণ্টায় পশ্চিমের সমস্ত জেলা তাপ্রবাহের কবলে পড়বে বলে পূর্বাভাস। উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর এবং দুই ২৪ পরগনা জেলাও বাদ যাচ্ছে না তাপপ্রবাহের কবল থেকে। আগামিকাল পূর্ব মেদিনীপুর এবং পরশু উপকূলের এই ৩ জেলার সবকটিতেই তাপপ্রবাহের পূর্বাভাস। পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, ১৭ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলবে বলে জানিয়েছে IMD। ইতিমধ্যেই এই মর্মে একটি হলুদ সতর্কতা জারি করা হয়েছে এ রাজ্যে। ভয়াবহ আবহাওয়ার জন্য প্রতিটি জেলার কন্ট্রোল রুমকে সতর্ক থাকতে বলা হয়েছে। পরিস্থিতি মোকাবিলার জন্য প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।

সতর্কতা জারি অন্যান্য রাজ্যেও!

বৈশাখ মাসের শুরুতেই পারদ ঊর্ধ্বমুখী। হু হু করে চড়তে শুরু করেছে তাপমাত্রা। তার সঙ্গে বইছে ভয়ংকর লু। এই পরিস্থিতি কেবল পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather) এর ক্ষেত্রেই নয়, দেখা যাচ্ছে দেশের একাধিক রাজ্যে। যার ফলে আগামী কয়েকদিনের জন্য তাপপ্রবাহের সতর্কতা জারি করল মৌসম ভবন।মঙ্গলবার IMD-র পক্ষ থেকে জারি করা আবহাওয়ার আপডেট অনুযায়ী, মহারাষ্ট্র, উত্তর গোয়া, অন্ধ্র প্রদেশ, তেলঙ্গানা এবং পশ্চিমবঙ্গের জন্য লু অ্যালার্ট রয়েছে। মহারাষ্ট্রের একাধিক শহরের জন্য আলাদা করে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তাপপ্রবাহের সবচেয়ে মারাত্মক প্রভাব পড়তে চলেছে মহারাষ্ট্রের থানে, মুম্বই এবং রায়গঢ়ে। চলতি সপ্তাহ জুড়ে বইবে লু। ঊর্ধ্বমুখী থাকবে সংশ্লিষ্ট রাজ্যগুলির তাপমাত্রার পারদ। মুম্বইয়ের থানে এবং মুম্বইয়ে সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। ইতিমধ্যেই হিটওয়েভ চলছে উত্তর গোয়াতে। আগামী ১৯ তারিখ পর্যন্ত ওডিশাতেও চলবে ভয়াবহ লু। তেলঙ্গানা এবং অন্ধ্র প্রদেশেও চড়চড়িয়ে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। ১৮ তারিখ পর্যন্ত সেখানে চলবে তাপপ্রবাহ। হলুদ সতর্কতা জারি তরা হয়েছে কেরাসার জন্যও। বিশেষত তাপপ্রবাহ চলবে দক্ষিণের এই রাজ্যের কোল্লাম, থ্রিশুর, পালাক্কর এবং তিরুঅনন্তপুরমে। আলাপ্পুজা, পাথনমথিট্টা, কোট্টায়াম, এরনাকুলাম এবং কাসারগড়ে চলতি সপ্তাহ জুড়ে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে।

অন্যদিকে, IMD-র লেটেস্ট আপডেট অনুযায়ী, দিল্লি এবং এনসিআর এলাকার বাসিন্দাদের কিছুটা হলেও জ্বালাপোড়া গরমের হাত থেকে স্বস্তি মিলেছে। চলতি সপ্তাহ জুড়ে সেখানে মেঘলা আবহাওয়া থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। সঙ্গে চলবে ঝোড়ো হাওয়াও। সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২২ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নয়ডা, গুরুগ্রাম, ফরিদাবাদ এবং গাজিয়াবাদে। আগামী দু'তিন দিন সেখানে আবহাওয়ার পরিবর্তন হওয়ার কোনও সম্ভবনা নেই। প্রসঙ্গত, হাঁসফাঁস গরমের মাঝে কিছুটা হলেও স্বস্তির খবর শুনিয়েছে মৌসম ভবন। চলতি বছর দেশে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হবে বর্ষাকাল জুড়ে। জানা গিয়েছে, জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত লা নিনার প্রভাবে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা।


Tech Neck Syndrome | সর্বক্ষণ ঘাড় গুঁজে মোবাইলের পর্দায় তাঁকিয়ে? এক্ষুণি অভ্যাস না বদলালে হতে পারে 'টেক-নেকে'র সমস্যা!
Cyclone Remal | মে-মাসের শেষে বঙ্গে ঘূর্ণিঝড়ের আতঙ্ক! আমফান-আয়লার থেকেও কি বেশি তান্ডব চালাবে সাইক্লোন রেমাল?
Kitchen Utensils | স্টিল, অ্যালুমিনিয়াম, নন-স্টিক না মাটির পাত্র? কোন ধরণের বাসনে রান্না করা স্বাস্থ্যকর?
Router WiFi | রাউটার হ্যাক হয়ে হচ্ছে ব্যক্তিগত তথ্য চুরি! সতর্ক করলো কেন্দ্রীয় সংস্থা CERT-IN! WiFi সুরক্ষিত রাখতে কী করবেন?
Mother’s Day | যত্ন নিন মায়ের স্বাস্থ্যের! জানুন মায়েদের জন্য রয়েছে কী কী স্বাস্থ্যবিমা এবং ৫০ পেরোলেই করাবেন কোন স্বাস্থ্য পরীক্ষা!
আজকের সেরা খবর | রিভিউ ও স্ক্রুটিনির উচ্চমাধ্যমিকের সেরা দশের তালিকায় নতুন করে নাম উঠল আরও ১২ জনের!
পৃথিবীর সপ্তম আশ্চর্যের নাম ও ছবি | 7 wonders of the world in Bengali | পৃথিবীর সপ্তাশ্চর্য