US Arrests Illegal Immigrants | আমেরিকায় শুরু ধরপাকড়, ৫৩৮ জন বেআইনি অভিবাসীকে তাড়ালো আমেরিকা

Friday, January 24 2025, 5:27 pm
US Arrests Illegal Immigrants | আমেরিকায় শুরু ধরপাকড়, ৫৩৮ জন বেআইনি অভিবাসীকে তাড়ালো আমেরিকা
highlightKey Highlights

বেআইনি অভিবাসীদের ধরপাকড় শুরু। আমেরিকায় গ্রেপ্তার ৫০০র বেশি লোক। প্রায় শতাধিককে মিলিটারি বিমানে চাপিয়ে ফেরানো হচ্ছে নিজ নিজ দেশে।


গতকাল হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইন লিয়াভিট একটি পরিসংখ্যান জারি করে জানান, ‘এক সন্দেহভাজন সন্ত্রাসবাদীসহ মোট ৫৩৮ জন অভিবাসীকে গ্রেপ্তার করেছে ট্রাম্প প্রশাসন। এর মধ্যে শতাধিক জনকে মিলিটারি এয়ারক্র্যাফ্টে তাঁদের নিজ নিজ দেশে ফেরানো হয়েছে।’ গ্রেপ্তার হওয়া বেআইনি অভিবাসীর তালিকায় রয়েছে ‘ট্রেন দি আরাগুয়া’ গ্যাংয়ের চার সদস্যও। রয়েছে নাবালিকাদের উপর যৌন নির্যাতনের অপরাধে অপরাধীও। হোয়াইট হাউসে ট্রাম্প পা রাখার দিনতিনেকের মধ্যেই শতাধিক বেআইনি অভিবাসী গ্রেপ্তার চিন্তা বাড়াচ্ছে বাকি দেশগুলির।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File