ICC to Bangladesh | ‘খেলতে আসতে হবে ভারতেই, নইলে কাটা যাবে পয়েন্ট’- বাংলাদেশকে সাফ জানালো ICC
Wednesday, January 7 2026, 6:41 am

Key Highlightsযদি বিশ্বকাপ খেলতে ভারতে না আসে, তা হলে পয়েন্ট কাটা যাবে। অর্থাৎ, বিপক্ষকে ওয়াকওভার দেওয়া হবে।
সূচি অনুযায়ী ৭, ৯ ও ১৪ ফেব্রুয়ারি কলকাতায় খেলতে আসার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। ‘ভারতে খেলতে যাব না, পাকিস্তানের মতো আমাদেরও ম্যাচও শ্রীলঙ্কায় দিতে হবে’ এই দাবিতে বেঁকে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ৪ জানুয়ারি ICC র কাছে চিঠি লিখেছে BCB। সেই দাবি নস্যাৎ ICCর। বোর্ড স্পষ্ট জানিয়েছে, ‘ভারতেই খেলতে আসতে হবে বাংলাদেশ ক্রিকেট দলকে। আর না আসলে, কাটা যাবে পয়েন্ট’। যদিও BCB র পক্ষ থেকে এই বিষয়ে এখনও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া আসেনি।
- Related topics -
- খেলাধুলা
- ক্রিকেট
- ক্রিকেটার
- ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল
- ভারতীয় ক্রিকেটদল
- আইসিসি পুরুষ ক্রিকেট কমিটি
- ভারত
- ভারত-বাংলাদেশ
- বাংলাদেশ
- অন্তর্বর্তী সরকার বাংলাদেশ


