উচ্চ মাধ্যমিক পরীক্ষা ঘিরে ধোঁয়াশা, পরীক্ষকদের সময়সূচির সঙ্গে মিলছে না পরিবর্তিত রুটিন!

Sunday, April 10 2022, 12:40 pm
highlightKey Highlights

১৬ই এপ্রিল এবং ২২শে এপ্রিল পরীক্ষার্থী ও পরীক্ষকদের সূচি আলাদা। এই নিয়ে উঠছে প্রশ্ন, খোদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদই কি তবে ভুলে গিয়েছে পরিবর্তিত পরীক্ষার সূচি?


উচ্চ মাধ্যমিক পরীক্ষার নয়া রুটিন প্রকাশ করে তা নিজেই ‘ভুলে’ যায় শিক্ষা সংসদ। পরীক্ষার্থী এবং পরীক্ষকদের সূচিতে অমিল ঘিরে উচ্চ মাধ্যমিকে ধোঁয়াশার সৃষ্টি।

কী নিয়ে সৃষ্টি হয় বির্তকের? উচ্চ মাধ্যমিকের নয়া রুটিনে কী ছিল

পরীক্ষার্থীদের পরিবর্তিত সূচি অনুযায়ী, ১৬ এপ্রিল রয়েছে গণিত, ইতিহাস সহ পাঁচটি বিষয়ের পরীক্ষা। কিন্তু ১৬ এপ্রিল প্রধান পরীক্ষকের সঙ্গে পরীক্ষকদের বৈঠকের দিন ধার্য হয়েছে। পরীক্ষকরা যদি তাদের সূচি মেনে চলেন তাহলে ১৬ এপ্রিল পরীক্ষার দিন ৬২ হাজার পরীক্ষক এবং প্রধান পরীক্ষক থাকতে পারবেন না পরীক্ষা কেন্দ্রে। স্বভাবতই প্রশ্ন উঠেছে, তাহলে সেদিন পরীক্ষা কেন্দ্রে পরিদর্শকের দায়িত্ব পালন করবে কে?

Trending Updates

পদার্থবিদ্যা, এডুকেশন, অ্যাকাউন্টেন্সির মতো বিষয়ের পরীক্ষা রয়েছে উচ্চ মাধ্যমিকে। কিন্তু সেদিনই উত্তরপত্রের প্রথম কিস্তি জমা দিতে বলা হয়েছে পরীক্ষকদের। বিতর্ক তৈরি হওয়ার পর অবশ্য সংসদের এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানান, পরীক্ষকদের সূচিতে উল্লেখিত দিনগুলি পরিবর্তন করা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File