রাজ্য

Kolkata Metro | শীঘ্রই চলবে হাওড়া-শিয়ালদহ মেট্রো! চালু হবে কবি সুভাষ- রুবি মেট্রো পরিষেবাও! জানুন মেট্রো সম্পর্কিত আরও খবর

Kolkata Metro | শীঘ্রই চলবে হাওড়া-শিয়ালদহ মেট্রো! চালু হবে কবি সুভাষ- রুবি মেট্রো পরিষেবাও! জানুন মেট্রো সম্পর্কিত আরও খবর
Key Highlights

সম্প্রতি উদ্বোধন হতে পারে কবি সুভাষ- রুবি মেট্রো। শীঘ্রই চলবে হাওড়া-শিয়ালদহ মেট্রোও। পাশাপাশি রবিবার সিভিল সার্ভিস পরীক্ষার জন্য রয়েছে অতিরিক্ত মেট্রো রেল।

দীর্ঘ প্রতীক্ষার অবসান! শীঘ্রই চালু হতে চলেছে হাওড়া ময়দান থেকে শিয়ালদহ (Sealdah to Howrah Maidan Metro) পর্যন্ত মেট্রো পরিষেবা। গতকাল অর্থাৎ ২২সে মে সোমবার শিয়ালদহ মেট্রো স্টেশনে (Sealdah Metro Station) আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত থেকে এমনটাই জানালেন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার (Kolkata Metro General Manager) পি উদয় কুমার রেড্ডি (P Udaya kumar Reddy)।

এদিন পি উদয় কুমার রেড্ডি জানান, মেট্রোর কাজের জন্য বউবাজারে যে জটিলতার সৃষ্টি হয়েছিল তা মিটে গিয়েছে। এই সংক্রান্ত রিপোর্টও রেল মন্ত্রীকে জমা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। কলকাতা মেট্রোর তরফ সূত্রে খবর, আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের জুন মাসের শেষে অথবা জুলাই মাসের প্রথম দিকে হাওড়া ময়দান থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো পরিষেবাকে যুক্ত করা হবে।

বউবাজারের কাজে যেখানে জটিল পরিস্থিতি হয়েছিল তা মিটে গিয়েছে। তাই রেল মন্ত্রীকে আমরা যাবতীয় রিপোর্ট দিয়ে দিয়েছি। সিদ্ধান্ত হয়েছে, ২০২৪ সালের জুনের শেষ অথবা জুলাইয়ের প্রথম দিকে আমরা হাওড়া ময়দান থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো পরিষেবাকে যুক্ত করবো।

পি উদয় কুমার রেড্ডি, কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার

উল্লেখ্য, ভারতে এই প্রথম নদীর নীচ দিয়ে মেট্রোপথ চালু করতে চলেছে কলকাতা মেট্রো (Kolkata Metro)। ইতিমধ্যেই গঙ্গার তলা দিয়ে তৈরি হওয়া মেট্রো লাইনে হয়ে গিয়েছে যাত্রী সহ ট্রায়াল রান (Trial Run)। এখনও পর্যন্ত মেট্রো রেক (Metro Rake) এসপ্লানেড (Esplanade) থেকে হাওড়া ময়দান পর্যন্ত গিয়েছে। তবে নদীর নীচ দিয়ে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ (Salt Lake Sector V) পর্যন্ত যুক্ত হবে ইস্ট-ওয়েস্ট মেট্রো ( East-West Metro)। কলকাতা মেট্রোর দেওয়া তথ্য অনুযায়ী, এই মেট্রো রুটের মোট দৈর্ঘ্য প্রায় ১৬.৫ কিলোমিটার। যার মধ্যে ১০.৮ কিলোমিটার রাস্তা মেট্রো যাবে মাটির তলা দিয়ে আর বাকি ৫.৭৫ কিলোমিটার যাবে মাটির ওপর দিয়ে।

কেবল হাওড়া ময়দান থেকে শিয়ালদহই নয়, এর মধ্যেই কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন বা রুবি পর্যন্ত মেট্রো পরিষেবা (Kavi Subhash to Ruby Metro) চালু হতে পারে বলেও জানান কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার। জানা গিয়েছে, এই রুটের মেট্রো সম্পর্কিত রিপোর্ট ইতিমধ্যেই জমা পড়েছে, যার পর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnav) যে কোনও সময় কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করার নির্দেশ দেন।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জিজ্ঞাসা করেছিলেন, কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন বা রুবি পর্যন্ত মেট্রো পরিষেবা কবে শুরু হবে। আমাদের তরফ থেকে যাবতীয় রিপোর্ট দিয়ে দেওয়া হয়েছে। আমাদের কাছে রেলমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে কোনও সময় উদ্বোধন করে দেওয়ার জন্য।

পি উদয় কুমার রেড্ডি, কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার

কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন অর্থাৎ রুবি মোড় পর্যন্ত মেট্রো রুট ৫.৪ কিমি দীর্ঘ যার মধ্যে থাকছে মোট পাঁচটি স্টেশন। এই মেট্রো রুটের পাঁচটি স্টেশন হল নিউ গড়িয়া এলাকায় কবি সুভাষ স্টেশন, বাঘাযতীন এলাকায় সত্যজিৎ রায় স্টেশন (Satyajit Roy Station), মুকুন্দপুর এলাকায় জ্যোতিরিন্দ্র নন্দী স্টেশন (Jyotirindra Nandi Station), কালিকাপুর এলাকায় কবি সুকান্ত স্টেশন (Kabi Sukant Station), রুবি মোড় এলাকায়  হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন (Hemanta Mukhopadhyay Station)। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, এই মেট্রো রুটে আপাতত এই পাঁচটি স্টেশন থাকলেও পরবর্তীকালে কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) পর্যন্ত যুক্ত হতে চলেছে মেট্রো পরিষেবা। জানা গিয়েছে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবার কাজ শেষ হলেই কবি সুভাষ থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত সরাসরি মেট্রো পরিষেবার সুবিধা পাবেন সাধারণ জনগণ।

একের পর এক নজির গড়ছে কলকাতা মেট্রো। ভারতে প্রথম জলের নীচ থেকে মেট্রোর চাকা গড়াতে চলেছে হাওড়া ময়দান থেকে শিয়ালদহ মেট্রো রুটে। এবার বেসরকারিকরণের দিকেও আরেক ধাপ পা বাড়ালো মেট্রো রেল। যাত্রী পরিবহনের পাশাপাশি মালপত্র পরিবহনও শুরু করতে চলেছে কলকাতা মেট্রো। জানা গিয়েছে, ডিটিডিসি-র (DTDC) সঙ্গে হাত মিলিয়ে পিইউডিও অর্থাৎ পিক আপ অ্যান্ড ড্রপ অফ (Pick Up And Drop Off) ব্যবস্থা চালু হতে চলেছে।

মেট্রো রেল সূত্রে খবর, পণ্য পরিবহনের জন্য মেট্রোতে ব্যবস্থা করা হচ্ছে পৃথক কামরার। এই পিক আপ অ্যান্ড ড্রপ অফ ব্যবস্থায় কোনও ব্যক্তি এক স্টেশন থেকে আরেক স্টেশনে মালপত্র পরিবহন করতে পারবেন। তবে গন্তব্য স্টেশন থেকে মালপত্র সংগ্রহ করতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে।

প্রসঙ্গত,  আগামী রবিবার অর্থাৎ ২৭ সে মে পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (Civil Services Exam) পরীক্ষার জন্য বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করলো কলকাতা মেট্রো। পরীক্ষার জন্য সাধারণের থেকে চালানো হবে বেশি মেট্রো। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র (Kaushik Mitra) জানান, প্রতি রবিবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে (Kavi Subhash to Dakshineswar Metro) ১৩০ টি মেট্রো চলে। তবে আগামী রবিবার সিভিল সার্ভিস পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যেতে যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য চালানো হবে ১৪৬টি মেট্রো।

সাধারণত, অন্যান্য রবিবারগুলিতে সকাল ৯টায় কবি সুভাষ ও দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো চালু হয়। কিন্তু আগামী রবিবার পরীক্ষার্থীদের সুবিধার্থে সকাল ৭ টা থেকেই চালু হয়ে যাবে মেট্রো। তবে এই রুটের শেষ মেট্রো পরিষেবার কোনও পরিবর্তন করা হয়নি বলে খবর। অর্থাৎ কবি সুভাষ থেকে সেদিন প্রথম মেট্রো চালু হবে সকাল ৭টায় এবং শেষ মেট্রো ছাড়বে ৯টা ৪০ মিনিটে।  অন্যদিকে, দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো সকাল ৭টায় ছাড়বে এবং শেষ মেট্রো ছাড়বে ৯টা ২৮ মিনিটে।