কোহলীর বিদায়! কিভাবে কাটল টি২০ ক্রিকেটে অধিনায়কের শেষ দিন
Tuesday, November 9 2021, 5:34 am
Key Highlights গত ৮ই নভেম্বর, ২০২১ টি২০ ক্রিকেটে অধিনায়ক কোহলীর শেষ দিন ছিল। পাশাপাশি ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসাবে রবি শাস্ত্রীরও এটি শেষ ম্যাচ ছিল। টি-টোয়েন্টি ক্রিকেটে শেষ বারের মতো ভারতের অধিনায়কত্ব করলেন বিরাট কোহলী। অন্যান্য সময়ের মত গতকালের ম্যাচেও পরিস্থিতি অনুযায়ী নানা মেজাজে দেখা গেল তাঁকে। টসের সময় এই ম্যাচেও কোহলীই কয়েন ঘোরান। মেন্টর মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে আলোচনাও সেরে নেন তিনি, তখন দু’জনের মুখেই ছিল হাসি।