Wooden Furniture | বর্ষায় ফুলে যাচ্ছে কাঠের দরজা জানালা? দেখে নিন কীভাবে যত্ন নেবেন কাঠের আসবাবের!

Friday, July 14 2023, 12:33 pm
highlightKey Highlights

বর্ষাকালে বৃষ্টি ও আদ্রতার কারণে ফুলে ওঠে কাঠের তৈরী জিনিসপত্র। আবহাওয়ার সঙ্গে তা ঠিক হলেও অনেক সময় হয়ে যায় ক্ষতি। তবে কিছু জিনিস করলেই ভালো থাকবে কাঠের তৈরী আসবাব।


বর্ষাকাল (Monsoon) এলেই ক্ষতি হতে শুরু করে কাঠের আসবাব (Wooden Furniture)। বৃষ্টির জল না লাগলেও ফুলে ঢোল হয়ে যায় কাঠের দরজা-জানলা থেকে শুরু করে চেয়ার, আলমারি, টেবল, কাঠের তৈরী প্রায় সব জিনিসই। রিতু বদল হতে আবারও কাঠের আসবাবের এই সমস্যা দূর হলেও বর্ষাকালেই বেশ ক্ষতি হয়ে যায় এই জিনিসগুলোতে।

বর্ষাকালে বৃষ্টি ও আদ্রতার কারণে ফুলে ওঠে কাঠের তৈরী জিনিস
বর্ষাকালে বৃষ্টি ও আদ্রতার কারণে ফুলে ওঠে কাঠের তৈরী জিনিস

বর্ষাকালের আদ্র আবহাওয়ার কারণেই মূলত ফুলে ওঠে কাঠ। তবে আবহাওয়ার বদল হতেই আবার আগের চেহারায় ফিরে আসে কাঠের তৈরী আসবাব। বর্ষাকালে কাঠের তৈরী আসবাব কেবল ফুলে যাওয়াই নয়, এই আসবাবগুলির উজ্জ্বলতা লোপ পাওয়া, ক্ষতি হওয়া, পোকা ধরার মতোও সমস্যা হয়। অনেকেই এর ফলে কাঠের আসবাব বিক্রি করে দেন অথবা ফেলে দেন। তবে সামান্য একটু যত্ন নিলেই এই সমস্যা হবে দূর। বর্ষাকালে কাঠের আসবাব থাকলে তা ঠিক রাখতে হলে মাথায় রাখতে হবে মাত্র কয়েকটি জিনিস। এই বিষয়গুলি মানলেই আর বর্ষায় ফুলবে না আপনার প্রিয় কাঠের আসবাব। দেখে নিন বর্ষায় কীভাবে যত্নে রাখবেন কাঠের জিনিস।

Trending Updates
আদ্র আবহাওয়ার কারণেই মূলত ফুলে ওঠে কাঠ
আদ্র আবহাওয়ার কারণেই মূলত ফুলে ওঠে কাঠ

আসবাবগুলি দেওয়াল থেকে দূরে রাখুন । Keep Furniture Away From Walls :

বর্ষাকালে স্যাঁতস্যাঁতে ও আদ্র আবহাওয়ার কারণে বাড়ির দেওয়ালও স্যাঁতসেঁতে হয়ে যায়। যার ফলে দেওয়ালের সংস্পর্শে থাকা আসবাবের ক্ষতি হয়। যেহেতু কাঠে জল পড়তে থাকলে বা কাঠ ভিজে গেলে ফুলে যায় তাই বর্ষায় স্যাঁতস্যাঁতে দেওয়ালের সংস্পর্শে থাকা কাঠের আসবাবেরও ক্ষতি হয় বেশি ফলে এই এই মৌসুমে বাড়ির কাঠের আসবাব দেওয়ালের সঙ্গে লাগিয়ে রাখবেন না।

স্যাঁতস্যাঁতে দেওয়ালের সংস্পর্শে থাকা কাঠের আসবাবেরও ক্ষতি হয় বেশি
স্যাঁতস্যাঁতে দেওয়ালের সংস্পর্শে থাকা কাঠের আসবাবেরও ক্ষতি হয় বেশি

দরজা জানলার কাছে আসবাব রাখবেন না । Do Not Place Furniture Near Doors and Windows :

বর্ষাকাল মানেই ঝড়, বৃষ্টি। অনেক সময়ই প্রবল বৃষ্টির জেরে দরজা-জানলা থেকে জলের ছাট আসে ঘরে। এভাবেই দরজা জানলার কাছে থাকা কাঠের আসবাবে জল লেগে সেগুলি নষ্ট হয়ে যায়। যার ফলে বর্ষাকালে দরজা জানলা থেকে কাঠের আসবাব যতটা সম্ভব দূরে রাখুন। খেয়াল রাখবেন যাতে বৃষ্টির জল কাঠের আসবাবে না লাগে।

 দরজা জানলার কাছে থাকা কাঠের আসবাবে জল লেগে সেগুলি নষ্ট হয়ে যায়
 দরজা জানলার কাছে থাকা কাঠের আসবাবে জল লেগে সেগুলি নষ্ট হয়ে যায়

ঘর পরিষ্কার রাখুন । Keep The House Clean :

বর্ষাকালে ঘর পরিষ্কার রাখা অত্যন্ত প্রয়োজন। খেয়াল রাখবেন এই মরশুমে যাতে ঘর শুষ্ক থাকে। এমন কোনো জিনিস রাখবেন না যাতে ঘরের আদ্রতা আরও বেড়ে যায়। ঘরে আলো বাতাস ঢুকছে কি না খেয়াল রাখবেন। যদি ঘরের আদ্রতা বৃদ্ধি করে এমন জিনিস রাখেন তাহলে এর ফলে কাঠের আসবাবের ক্ষতি হবে। কেবল আসবাবের জন্যই নয়, নিজের স্বাস্থ্যের জন্যও ঘর পরিষ্কার রাখা দরকার।

বর্ষাকালে ঘর পরিষ্কার রাখা অত্যন্ত প্রয়োজন
বর্ষাকালে ঘর পরিষ্কার রাখা অত্যন্ত প্রয়োজন

আসবাবে তেল লাগাতে পারেন । Can Apply Oil on The Furniture :

বর্ষার মরশুমে কাঠের আসবাব আদ্রতা শোষণ করে ফুলে ফেঁপে ওঠে। যার ফলে কাঠের জানলা দরজা খোলা বন্ধ হতে সমস্যা করে। অনেক সময় কাঠ ফুলে গিয়ে বন্ধই হয়না কাঠের তৈরী দরজা জানলা। এক্ষেত্রে ড্রয়ার, দরজা, জানলার জয়েনগুলোতে তেল লাগাতে পারেন। এর ফলে কিছুটা হলেও এই সমস্যা মিটবে।

দরজা, জানলার জয়েনগুলোতে তেল লাগাতে পারেন
দরজা, জানলার জয়েনগুলোতে তেল লাগাতে পারেন

 জল শোষক ব্যবহার করুন । Use Water Absorbent :

বর্ষাকালে ঘরের আদ্রতা কমাতে বেশ কিছু ঘরোয়া টোটকা রয়েছে। আর আদ্রতা দূর হলেই কাঠের আসবাব সংক্রান্ত সমস্যাও অনেকটা দূর হবে। এক্ষেত্রে ব্যবহার করতে পারেন কর্পূর বল (Camphor Ball ) বা ন্যাপথলিন (Naphthalene)। এগুলি আদ্রতা শোষণের জন্য অত্যন্ত কার্যকর। পাশাপাশি আপনার কাঠের তৈরী আসবাবকে উইপোকা থেকেও রক্ষা করবে এবং আলমারিতে থাকা জিনিসপত্রকে পোকার ক্ষতির হাত থেক রক্ষা করবে।

কর্পূর বল বা ন্যাপথলিন  আদ্রতা শোষণের জন্য অত্যন্ত কার্যকর
কর্পূর বল বা ন্যাপথলিন  আদ্রতা শোষণের জন্য অত্যন্ত কার্যকর

বার্ণিশ আবরণ প্রয়োগ করুন । Apply Lacquer Coating : 

বার্ণিশের আবরণ আসবাবপত্রের ছিদ্রগুলি পূরণ করতে সাহায্য করে। পাশাপাশি বর্ষার আর্দ্রতা থেকে কাঠের ফুলে যাওয়াকে প্রতিরোধ করে। এছাড়াও বার্ণিশ কাঠের আসবাবকে আরও উজ্জ্বল করে তোলে। ফলে এই বর্ষায় আপনার কাঠের আসবাব পালিশ করুন বার্ণিশ দিয়ে।

বর্ষার আর্দ্রতা থেকে কাঠের ফুলে যাওয়াকে প্রতিরোধ করে বার্ণিশ
বর্ষার আর্দ্রতা থেকে কাঠের ফুলে যাওয়াকে প্রতিরোধ করে বার্ণিশ

উল্লেখ্য, অন্যান্য ঋতুর তুলনায় বর্ষাকালে কাঠের আসবাবের বেশি যত্ন নিতে হয়। এই সময়ে কাঠের ফুলে যাওয়া ও নষ্ট হওয়ার মূল কারণ হলো আদ্রতা। ফলে আপনার ঘরের পাশাপাশি শুষ্ক রাখতে হবে কাঠের জিনিস। এক্ষেত্রে কাঠের আসবাবগুলিকে মাঝে মাঝে সূর্যের  আলোতে রাখতে পারেন। এছাড়াও নিয়মিত কাঠের আসবাব পরিষ্কার রাখতে হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File