Kasba Rape Case | সংগ্রহ করা হয়েছে বায়োলজিক্যাল এভিডেন্স, ল্যাবে পাঠানো হয়েছে মনোজিতদের ফোন! কতদূর এগোলো কসবা-কাণ্ডের তদন্ত?
Tuesday, July 8 2025, 2:03 pm

আলিপুর আদালতে আইনজীবী জানান, বায়োলজিক্যাল এভিডেন্স,অভিযুক্ত মনোজিৎ মিশ্রদের সিজ় করা মোবাইল ফোন পাঠানো হয়েছে ফরেন্সিক সায়েন্স ল্যাবে।
কতদূর এগোলো কসবার আইন কলেজে তরুণীকে গণধর্ষণ কাণ্ডের তদন্ত? এ দিন আলিপুর আদালতে আইনজীবী জানান, বায়োলজিক্যাল এভিডেন্স,অভিযুক্ত মনোজিৎ মিশ্রদের সিজ় করা মোবাইল ফোন পাঠানো হয়েছে ফরেন্সিক সায়েন্স ল্যাবে। সেই রিপোর্টের অপেক্ষায় লালবাজার। এদিন মনোজিতদের আইনজীবী রাজু গঙ্গোপাধ্যায় তাঁর মক্কেলদের জামিনের আবেদন জানাননি। বরং অভিযুক্তদের আইনজীবীর অভিযোগ, তাঁদের দুই আইনজীবীর নাম আদালতের তালিকায় নথিভুক্ত। কিন্তু তাঁদের জেরার সময়ে ডাকা হচ্ছে না। তবে এ দিন জামিন চান নিরাপত্তা রক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়।