Vinesh Phogat | ওজন কমানোর জন্য সারারাত শরীরচর্চা! কাটা হয় চুল, ছোট করা হয় পোশাক! তাও হঠাৎ কীভাবে ভিনেশের ওজন বাড়ল?
Wednesday, August 7 2024, 1:16 pm
Key Highlightsঅলিম্পিক্স ভিলেজের পলিক্লিনিকে ভিনেশের সঙ্গে দেখা করলেন পিটি উষা।
অলিম্পিক্স ভিলেজের পলিক্লিনিকে ভিনেশের সঙ্গে দেখা করলেন পিটি উষা। এরপরই ভিনেশের ওজন কমানোর বিষয়ে টিম ইন্ডিয়ার চিফ মেডিক্যাল অফিসার জানান, সাধারণত যা ওজন হয়, সেটার থেকে কম ওজনের ক্যাটেগরিতে অংশগ্রহণ করেন কুস্তিগিররা। সেজন্য একেবারে হিসাব করে ওজন কমানো হয়। ভিনেশের পুষ্টিবিদ নির্ধারণ করেছিলেন যে ম্যাচের জন্য যাতে পর্যাপ্ত শক্তি থাকে, সেজন্য দিনভর তাঁর ১.৫ কেজি পুষ্টি লাগবে। এদিকে কোচ নিশ্চিত ছিলেন,ভিনেশের ওজন নির্দিষ্টসীমার মধ্যে থাকবে। সেজন্য তাঁর চুল কাটা হয়, ছোট করা হয় পোশাক।
- Related topics -
- খেলাধুলা
- অলিম্পিক
- প্যারিস অলিম্পিক্স-প্যারালিম্পিক্স ২০২৪
- অলিম্পিক্স
- কুস্তি
- মহিলা কুস্তিগীর
- কুস্তিগির
- ভিনেশ ফগত

