দেশ

Dhruv Rathee । ২৭ মিলিয়ন ভিউ! 'কমন ম্যান' ধ্রুব রাঠি কীভাবে প্রভাব ফেললেন লোকসভা নির্বাচনে?

Dhruv Rathee । ২৭ মিলিয়ন ভিউ! 'কমন ম্যান' ধ্রুব রাঠি কীভাবে প্রভাব ফেললেন লোকসভা নির্বাচনে?
Key Highlights

লোকসভা নির্বাচন ২০২৪ এর আবহে বহুল চর্চিত নাম ধ্রুব রাঠি। ভোটের ফলাফল বেরোনোর পর যেন সোশ্যাল মাধ্যমে তাঁকে নিয়ে চর্চা আরও বেড়ে গেল। যারা এই ব্যক্তিকে চেনেন না তারা অনেকেই প্রথমে ভেবেছেন তিনি হয়তো রাজনীতিবিদ। কিন্তু আসলে ধ্রুব রাঠি সাধারণ একজন ইউটিউবার। নরেন্দ্র মোদির কট্টর সমালোচক হিসেবেই পরিচিত হলেও বেশ জনপ্রিয় ধ্রুব। মোদি সরকারের নীতি নির্ধারণ থেকে শুরু করে মূল্যবৃদ্ধি, সামাজিক সমস্যা, কর্মসংস্থান সহ একাধিক ইস্যু নিয়ে কনটেন্ট তৈরি করতে দেখা গিয়েছে ধ্রুব রাঠিকে।

লোকসভা নির্বাচন ২০২৪ এর আবহে বহুল চর্চিত নাম ধ্রুব রাঠি। ভোটের ফলাফল বেরোনোর পর যেন সোশ্যাল মাধ্যমে তাঁকে নিয়ে চর্চা আরও বেড়ে গেল। যারা এই ব্যক্তিকে চেনেন না তারা অনেকেই প্রথমে  ভেবেছেন তিনি হয়তো রাজনীতিবিদ। কিন্তু আসলে ধ্রুব রাঠি সাধারণ একজন ইউটিউবার। নরেন্দ্র মোদির কট্টর সমালোচক হিসেবেই পরিচিত হলেও বেশ জনপ্রিয় ধ্রুব। 

সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেল থেকে শুরু করে নিজের ইউটিউব চ্যানেলে প্রায়শই এই ব্যক্তিকে দেখা যেত নরেন্দ্র মোদির বিরুদ্ধে খড়গহস্ত হতে। সাম্প্রতিক সময় ইউটিউবারদের কনটেন্টের সিংহভাগই ছিল লোকসভা নির্বাচন নিয়ে। ইউটিউবের মতো প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে শাসকবিরোধী প্রচার হয়েছে নাগাড়ে, এমনটাও মনে করছেন বিশ্লেষকদের একাংশ। এই ইউটিউবারদের মধ্যে বিশেষভাবে নজর কাড়েন ধ্রুব রাঠি। ধ্রুবের একাধিক কনটেন্ট লোকসভা নির্বাচনের সময় ভাইরাল হয়। মোদি সরকারের নীতি নির্ধারণ থেকে শুরু করে মূল্যবৃদ্ধি, সামাজিক সমস্যা, কর্মসংস্থান সহ একাধিক ইস্যু নিয়ে কনটেন্ট তৈরি করতে দেখা গিয়েছে ধ্রুব রাঠিকে। প্রতিটি কনটেন্টেই ছিল মোদির তীব্র সমালোচনা এবং ভোটারদের জন্য সতর্কীকরণ। মোদি বিরোধী এই ইউটিউবাররা জনতার মত জয় করতে বিশেষ ভূমিকা পালন করেছে বলেও মনে করা হচ্ছে। একটি রিপোর্ট অনুযায়ী, গোটা নির্বাচন প্রক্রিয়া চলাকালীন ধ্রুব রাঠির ইউটিউব ভিডিয়ো সবচেয়ে বেশি মানুষ দেখেছেন। তাঁর ভিডিয়ো কনটেন্ট 'দ্য রিয়্যাল স্টোরি' ২৭ মিলিয়ন ভিউ পেয়েছে। 

সাধারণ ভোটারদের সতর্ক হয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন ধ্রুব রাঠি। লোকসভা ভোটের ফলপ্রকাশের পরই সোশ্যাস মিডিয়ায় সমালোচকদের জন্য বিশেষ বার্তা দিতে দেখা গেল তাঁকে। এক্স হ্যান্ডেলে করা একটি পোস্টে ধ্রুব রাঠি লেখেন, 'সাধারণ মানুষের ক্ষমতাকে কখনও খাটো করে দেখা উচিত নয়।'


Thailand Cambodia Conflict | ব্যর্থ ট্রাম্পের হুঁশিয়ারি, ফের সংঘর্ষে থাইল্যান্ড-কম্বোডিয়া
WBJEE Result | বছরে পেরিয়েও খোঁজ নেই WBJEE রেজাল্টের, উদ্বেগে পরিক্ষার্থীরা, কী বললেন বোর্ডের চেয়ারপারসন?
Weather Update। শ্রাবনের ঝড়বৃষ্টিতে জেরবার মহানগরী, একনজরে দেখে নিন কলকাতার আজকের আবহাওয়া আপডেট
Cambodia-Thailand | টানা ২ দিন হামলার পর যুদ্ধবিরতির ডাক কম্বোডিয়ার, শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী থাইল্যান্ড
Jodi Dara | 'দ্রৌপদী প্রথা'য় একইসঙ্গে দুই সহোদর ভাইকে বিয়ে করলেন মহিলা! কী এই প্রথা? রয়েছে আইনি স্বীকৃতি?
Sodepur flyover | শুক্র থেকে সোম বন্ধ সোদপুর ফ্লাইওভার! চলবে সংস্কারের কাজ
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo