বেহালায় এক গৃহবধূর থেতলানো দেহ উদ্ধার, চাঞ্চল্য গোটা এলাকায়
Thursday, December 21 2023, 2:26 pm

বেহালার আনন্দ পল্লীর বাসিন্দা ৪২ বছরের নীলা ভট্টাচার্য, বৃহস্পতিবার সকালে জয়শ্রী পার্ক এলাকা থেকে পুলিশ তাঁর থেতলানো রক্তাক্ত দেহ উদ্ধার করেছে। এলাকাবাসী জানিয়েছেন, তাঁকে আগের দিন সন্ধ্যে বেলাতেও দেখেছেন তারা। ওই মহিলা নেশা দ্রব্যের প্রতি আসক্ত ছিলেন, তাই মাঝে মাঝে বাড়ি থেকে বেরিয়ে যেতেন। গতকালও তাই হয়েছিল। তবে তার এই হত্যার পেছনে কে বা করা জড়িত, তা জানতে তদন্তে নেমেছে বেহালা থানার পুলিশরা। ময়নাতদন্তের জন্য রক্তাক্ত অবস্থায় দেহটি উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে পাঠানো হয়েছে।
- Related topics -
- রাজ্য
- ক্রাইম
- বেহালা
- পুলিশ
- খুন
- মাদক দ্রব্য
- শহর কলকাতা