বিজ্ঞান ও প্রযুক্তিসংসদীয় প্যানেলের তলবে এবার হোয়াটস্যাপ! চাইতে পারে প্রাইভেসি পলিসি নিয়ে ব্যাখ্যা
সম্প্রতি গোটা বিশ্ব জুড়ে হোয়াটসঅ্যাপ যে প্রাইভেসি পলিসি আপডেট করেছে, তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-শোরগোল। ইতিমধ্যে গ্রাহকদের ব্যক্তিগত মেসেজ ফেসবুকে শেয়ার করার অভিযোগ উঠেছে হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে। ফলে গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। অন্যদিকে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, গ্রাহকদের তথ্য ১০০ শতাংশ সুরক্ষিত আছে। সূত্রের খবর, এই সমস্যায় হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসি নিয়ে ফেসবুক ও টুইটার কর্তৃপক্ষকে ডেকে পাঠাতে পারে তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সংসদীয় প্যানেল, যার নেতৃত্বে থাকবেন শশী তারুর।