Canada | কানাডার নিউফান্ডল্যান্ডে ভয়াবহ বিমান দুর্ঘটনা, বিদেশ বিভুঁইয়ে মৃত ভারতীয় নাগরিক
Thursday, July 31 2025, 4:38 pm

কানাডার নিউফান্ডল্যান্ডে একটি লেকের কাছে যাত্রীসমেত ভেঙে পড়ল একটি বিমান। ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের। তার মধ্যে একজন ভারতের নাগরিক।
কানাডায় নিউফান্ডল্যান্ডে ভয়াবহ বিমান দুর্ঘটনা। সূত্রের খবর, এদিন স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিট নাগাদ নিউফান্ডল্যান্ডের ডিয়ার লেকের কাছে আচমকা ভেঙে পড়ে পাইপার নাভাজো টুইন ইঞ্জিন বিমানটি। বিমানে থাকা দুজন যাত্রীরই মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে গৌতম সন্তোষ নামে একজন কেরলের বাসিন্দাও রয়েছেন। এই ঘটনায় শোকপ্রকাশ করে কানাডার ভারতীয় দূতাবাস তাদের এক্স হ্যান্ডেলে লিখেছে, ‘নিউফাউন্ডল্যান্ডে একটি বিমান দুর্ঘটনায় এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গভীর শোকাহত।’ গোটা ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- কানাডা
- বিমান দুর্ঘটনা
- ভারতীয়
- মৃত্যু