Gujarat | বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! ঝলসে মৃত্যু অন্তত ১৩ জন কর্মী!

Tuesday, April 1 2025, 9:59 am
highlightKey Highlights

দুর্ঘটনায় অন্তত ১৩ জন কর্মীর মৃত্যু হয়েছে বলে খবর। জানা গিয়েছে, এখনও ধ্বংসস্তূপের মধ্যে অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।


গুজরাটে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! দুর্ঘটনায় অন্তত ১৩ জন কর্মীর মৃত্যু হয়েছে বলে খবর। জানা গিয়েছে, এখনও ধ্বংসস্তূপের মধ্যে অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ আচমকাই গুজরাটের বনষ্কণ্ঠ দিসার ওই বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দমকলকর্মী, পুলিশ ও আপৎকালীন পরিষেবা বাহিনী উদ্ধারকার্য শুরু করে। প্রাথমিক তদন্তে ৭ জনের মৃত্যুর কথা জানানো হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা ১৩তে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও বেশ কিছু জন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File