কন্যা ( Virgo) রাশির জাতক, জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন কাটবে তা জেনে নেওয়া যাক

Wednesday, March 2 2022, 2:06 pm
highlightKey Highlights

আপনার কী কন্যা রাশি ? তাহলে আজকের দিনটি আপনার কেমন যাবে তা জানতে আমাদের প্রতিবেদনটিতে চোখ রাখুন


কন্যা (Virgo) রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি

Virgo (Aug. 23-Sept. 22)

আজ পিঠে ব্যাথার সমস্যা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

দাম্পত্য সম্পর্ক / ভালোবাসা :

দাম্পত্য জীবন সুখের হবে

শুভ সংখ্যা :

৬৭

অর্থ :

আর্থিক ব্যাপারে কোনও ভাল সুযোগ পাবেন আজ।

শুভ রং :

গেরুয়া

শুভ দিক :

ঈষাণ

শুভ রত্ন :

জারকন

কন্যা রাশির চারিত্রিক বৈশিষ্ট্য :

এরা একা থাকতে ভালবাসে না। এদের বন্ধুপ্রীতি অপরিসীম। এই রাশির ব্যক্তিরা উদ্যমী, হাস্যকৌতুক ও আনন্দ প্রিয় হয়। এদের স্বভাব চরিত্র সহজে বোঝা যায় না।

বক্তব্য :

কোনও বিষয়েই চটজলদি কোনও সিদ্ধান্ত আজ নেবেন না। সন্তানের কোনও কাজের জন্য মন ভালো হয়ে যাবে। পরিশ্রম করলেও আর্থিক অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা খুব কম। ব্যবসায় বা অন্য ক্ষেত্রে অর্থ বিনিয়োগের আগে চিন্তা-ভাবনা করুন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File