কন্যা (Virgo) রাশির জাতক-জাতিকাদের আজকের দিনটি কেমন কাটবে তা জেনে নেওয়া যাক
Saturday, January 29 2022, 5:06 am
Key Highlightsআপনার কী কন্যা রাশি? তাহলে আজকের দিনটি আপনার কেমন যাবে তা জানতে আমাদের প্রতিবেদনটিতে চোখ রাখুন
কন্যা (Virgo) রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি
স্বাস্থ্য :
অতিরিক্ত পরিশ্রমের ফলে শারীরিক কষ্ট বৃদ্ধি পেতে পারে।
দাম্পত্য সম্পর্ক / ভালোবাসা :
অল্প সঞ্চয় নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তির আশঙ্কা রয়েছে।
শুভ সংখ্যা :
৮৮
অর্থ :
আর্থিক দিক দিয়ে অবনতি ঘটতে পারে।
শুভ রং :
সবুজ
শুভ দিক :
পশ্চিম
শুভ রত্ন :
পান্না
কন্যা রাশির চারিত্রিক বৈশিষ্ট্য :
এরা একা থাকতে ভালবাসে না। এদের বন্ধুপ্রীতি অপরিসীম। এই রাশির ব্যক্তিরা উদ্যমী, হাস্যকৌতুক ও আনন্দ প্রিয় হয়। এদের স্বভাব চরিত্র সহজে বোঝা যায় না।
বক্তব্য :
সন্তানদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে। আজ আপনার পরিশ্রমের ফল ভালো হবে। আজ আপনার সৌভাগ্য বৃদ্ধির যোগ রয়েছে। সঙ্গীতচর্চার ক্ষেত্রে নতুন রাস্তা খুলে যেতে পারে। ভালো কোনও কাজের খবর পেতে পারেন। গুরুজন স্থানীয় কারও সঙ্গে মতবিরোধ হতে পারে।
- Related topics -
- রাশি ফল
- কন্যা রাশি
- রাশি চক্র
- হরোস্কোপ








