কন্যা ( Virgo) রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন কাটবে তা জেনে নেওয়া যাক

Wednesday, February 9 2022, 4:55 pm
highlightKey Highlights

আপনার কী কন্যা রাশি ? তাহলে আজকের দিনটি আপনার কেমন যাবে তা জানতে আমাদের প্রতিবেদনটিতে চোখ রাখুন


কন্যা (Virgo) রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি

Virgo (Aug. 23-Sept. 22)

স্বাস্থ্য :
Trending Updates

আজ আপনার শরীর নিয়ে কষ্ট হবে। 

দাম্পত্য সম্পর্ক / ভালোবাসা :

প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে।

শুভ সংখ্যা :

৫৪

অর্থ :

আর্থিক দিক দিয়ে অবনতি ঘটতে পারে। আর্থিক টানাপোড়েনের জন্য সংসারে অশান্তি বাধতে পারে।

শুভ রং :

সবুজ

শুভ দিক :

পশ্চিম

শুভ রত্ন :

পান্না

কন্যা রাশির চারিত্রিক বৈশিষ্ট্য :

এরা একা থাকতে ভালবাসে না। এদের বন্ধুপ্রীতি অপরিসীম। এই রাশির ব্যক্তিরা উদ্যমী, হাস্যকৌতুক ও আনন্দ প্রিয় হয়। এদের স্বভাব চরিত্র সহজে বোঝা যায় না।

বক্তব্য :

ব্যবসার ক্ষেত্রে কোনও কারণে রাগ বাড়তে দেবেন না। বুদ্ধির ভুলের জন্য কোনও ক্ষতি হতে পারে। ব্যবসায় কর্মচারীর সঙ্গে বিবাদ। বাড়িতে অনেক বন্ধু আসার জন্য খরচ। বুদ্ধির জোরে শত্রু জয়। ভাই-বোনে সম্পত্তি নিয়ে বিবাদ। সম্মান নিয়ে চিন্তা। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File