তুলা ( Libra) রাশির জাতক, জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন কাটবে তা জেনে নেওয়া যাক

Sunday, March 6 2022, 10:21 am
highlightKey Highlights

আপনার কী তুলা রাশি ? তাহলে আজকের দিনটি আপনার কেমন যাবে তা জানতে হলে আমাদের প্রতিবেদনটিতে চোখ রাখুন


তুলা (Libra) রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি

Libra (Sept. 23-Oct. 22)

মাথার যন্ত্রণা বাড়বে।

দাম্পত্য সম্পর্ক /ভালোবাসা :

প্রেমের জট ছেড়ে যাবে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। দাম্পত্য জীবন সুখের হবে। 

শুভ সংখ্যা :

৭৩

শুভ রং :

কমলা

শুভ দিক :

পূর্ব

শুভ রত্ন : 

 রুবি স্টার

তুলা রাশির চারিত্রিক বৈশিষ্ট্য :

এই রাশির ব্যক্তিরা অধিকাংশ ক্ষেত্রে দৈহিক সৌন্দর্য যুক্ত হয়ে থাকে। মাঝেমধ্যে এরা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে। এরা দৃঢ় প্রতিজ্ঞ, জেদি, পরাক্রমশীল, গম্ভীর ও দয়াবান হয়। নিজের চেষ্টায় জীবনে উন্নতি করে।

বক্তব্য :

প্রতিবেশীর সঙ্গে মনোমালিন্য হতে পারে। কারও প্রতি অপ্রীতিকর ব্যবহার না করাই শ্রেয়। আজ কোনও সুসংবাদ আসতে পারে। আজ আপনার পছন্দমতো কাজ পেয়ে যেতে পারেন। ব্যবসায় নতুন যোগাযোগ আসতে পারে। বন্ধুস্থানীয় কারও কাছ থেকে উপকার পাবেন। অতিরিক্ত লোভ আপনাকে ডুবিয়ে দিতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File