সিংহ(Leo) রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন কাটবে তা জেনে নেওয়া যাক

Friday, February 4 2022, 8:50 am
highlightKey Highlights

আপনার কী সিংহ রাশি ? তাহলে আজকের দিনটি আপনার কেমন যাবে তা জানতে হলে আমাদের প্রতিবেদনটিতে চোখ রাখুন


সিংহ (Leo) রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি

Leo (July 23-Aug. 22)

স্বাস্থ্য :
Trending Updates

শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে।

অর্থ

অর্থ ব্যয়ের দিকে আজ একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে।

শুভ সংখ্যা :

৭৪

শুভ রং :

কমলা

শুভ দিক :

পূর্ব

শুভ রত্ন : 

 রুবি স্টার

সিংহ রাশির চারিত্রিক বৈশিষ্ট্য :

এই রাশির ব্যক্তিরা অধিকাংশ ক্ষেত্রে দৈহিক সৌন্দর্য যুক্ত হয়ে থাকে। মাঝেমধ্যে এরা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে। এরা দৃঢ় প্রতিজ্ঞ, জেদি, পরাক্রমশীল, গম্ভীর ও দয়াবান হয়। নিজের চেষ্টায় জীবনে উন্নতি করে।

বক্তব্য :

অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। সন্তানের সুবুদ্ধির উন্মোচন ঘটতে পারে। আজ কর্মক্ষেত্রে বিরোধী মনোভাব ত্যাগ করাই ভালো। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File