মকর ( Capricorn) রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন কাটবে তা জেনে নেওয়া যাক
Friday, February 25 2022, 10:37 am
Key Highlightsআপনার কী মকর রাশি? তাহলে আজকের দিনটি আপনার কেমন যাবে তা জানতে হলে আমাদের প্রতিবেদনটিতে চোখ রাখুন
মকর(Capricorn) রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি
Capricorn (Dec. 22-Jan. 19)
স্বাস্থ্য :
খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক ক্ষতি হতে পারে।
দাম্পত্য জীবন :
প্রেমের প্রস্তাবে আজ রাজি না হওয়াই আপনার জন্য ভালো হবে।
শুভ সংখ্যা :
৫৯
শুভ রং :
নীল
শুভ দিক :
দক্ষিণ দিক
শুভ রত্ন :
ইন্দ্রনীলা
মকর রাশির চারিত্রিক বৈশিষ্ট্য :
এই রাশির জাতকরা নিঃসঙ্গ থাকতে ভালোবাসে। অবসাদ, বিষাদ, বৈরাগ্য, উদাসীন ভাব এদের চারিত্রিক বৈশিষ্ট্য। বন্ধুরা সব সময় এদের এড়িয়ে চলতে চায়। এই রাশির ব্যক্তি সহিষ্ণু, পরিশ্রমী, জেদি, ঈশ্বরবিশ্বাসী ও পরোপকারী হয়। এরা সাধারণত অল্পে সন্তুষ্ট হয়।
বক্তব্য :
আজ আপনার নামী কোনও ব্যক্তির সঙ্গে পরিচয় হতে পারে। ধর্মের কথা আলোচনায় আজ আপনার সুনাম বৃদ্ধি পাবে। মাত্রাছাড়া আবেগ আজ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে। প্রিয় কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন। ব্যবসার ব্যাপারে মনোবল বাড়ান। কাউকে পরামর্শ না দেওয়াই ভাল হবে।








