কুম্ভ ( Aquarius) রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন কাটবে তা জেনে নেওয়া যাক

Friday, February 25 2022, 10:40 am
highlightKey Highlights

আপনার কী কুম্ভ রাশি? তাহলে আজকের দিনটি আপনার কেমন যাবে তা জানতে হলে আমাদের প্রতিবেদনটিতে চোখ রাখুন


কুম্ভ(Aquarius) রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি 

স্বাস্থ্য : 

আজ আপনার শারীরিক ভোগান্তির আশঙ্কা আছে।

Trending Updates
দাম্পত্য সম্পর্ক /ভালোবাসা :

 স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। প্রেমের জট ছেড়ে যাবে।

অর্থ :

শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে।

শুভ সংখ্যা :

৫৪

শুভ রং :

 নীল

শুভ দিক :

দক্ষিণ দিক

শুভ রত্ন : 

ইন্দ্রনীলা

কুম্ভ রাশির চারিত্রিক বৈশিষ্ট্য :

এই জাতক জাতিকারা ভাবুক, দার্শনিক ও ধর্মপরায়ণ হয়ে থাকে। সর্বদাই অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে রত থাকে এরা। প্রথম জীবনে প্রচুর কষ্ট পেলেও পরে সুখভোগ করে থাকে। এদের অন্তরে যোগীভাব প্রবল থাকে। এরা সাধারণত ভালো স্বভাবের কিন্তু গ্রহ দোষ থাকলে খল ও নিষ্ঠুর প্রকৃতির হয়ে ওঠে। কোনও কোনও ক্ষেত্রে চরিত্রের দোষে কুপথে যেতে দেখা যায়। 

বক্তব্য :

সম্মান নিয়ে চিন্তা বাড়তে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যা দেখা দিতে পারে। অনেক দিনের পুরোনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। ব্যয়ের দিকে আজ একটু বেশি নজর দিতে হবে। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File