Civil Defence Mock Drill | বাজলো যুদ্ধের ডঙ্কা? দেশ জুড়ে আগামী বুধবার সাধারণ নাগরিকদের ট্রেনিং, হবে যুদ্ধের অনুশীলন!
Monday, May 5 2025, 2:45 pm

আগামী ৭ই মে প্রায় গোটা দেশ জুড়ে যুদ্ধকালীন আবহে নাগরিক প্রতিরক্ষার জন্য মক ড্রিল বা ছদ্ম অনুশীলন পরিচালনা করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের!
১৯৭১ সালের পর ২০২৫! আগামী ৭ই মে প্রায় গোটা দেশ জুড়ে যুদ্ধকালীন আবহে নাগরিক প্রতিরক্ষার জন্য মক ড্রিল বা ছদ্ম অনুশীলন পরিচালনা করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের! তাহলে কি এবার শুরু হবে ভারত পাক যুদ্ধ? জানা গিয়েছে, মক ড্রিলে এয়ার সাইরেন বাজানোর অনুশীলন, ব্ল্যাকআউট অনুশীলন, হামলার সময় গুরুত্বপূর্ণ পরিকাঠামোগুলিকে রক্ষা করতে সেগুলিকে ক্যামোফ্ল্যাজে ঢেকে দেওয়ার অনুশীলন, জরুরি অবস্থার সময় দ্রুত এবং সুশৃঙ্খল ভাবে অসামরিক নাগরিকদের নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়ার মহড়া দেওয়া হবে।
- Related topics -
- দেশ
- ভারত
- পাকিস্তান
- স্বরাষ্ট্রমন্ত্রক
- স্বরাষ্ট্রমন্ত্রী
- অমিত শাহ
- পহেলগাঁও জঙ্গি হামলা
- পাক জঙ্গি
- জঙ্গি
- জঙ্গি হামলা
- যুদ্ধ