Skin Care in Holi | দোলে রং খেলুন নিশ্চিন্তে! ঘরে তৈরি ফেস প্যাকই ত্বক থেকে রং তুলবে এক চুটকিতে!

Monday, March 18 2024, 11:46 am
highlightKey Highlights

এমন কিছু ঘরে তৈরি ফেস প্যাক রয়েছে যা সহজেই হোলিং রং পরিষ্কার করতে পারে। ফলে এই ফেসপ্যাকের ভরসায় রং খেলতে পারেন নিশ্চিন্তে।


আর দিন কয়েক পরেই ২০২৪ সালে হোলি (holi in 2024)। দোল বা হোলি উৎসব মানেই বন্ধু বান্ধব-পছন্দের মানুষের সঙ্গে রং খেলা। ইতিমধ্যেই সবাই হোলির জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। দোলে রং খেলতেই ভালোবাসেন কমবেশি সকলেই, তবে এই হোলির সময়ে রং তোলা নিয়ে সমস্যা কমবেশি সবারই। একাধিক জিনিস ত্বকে লাগিয়েও যেন কোনওভাবেই সুরাহা পাওয়া যায়না। তবে রং  তোলার খাটনি দূর করতে পারে ফেসপ্যাক। এমন কিছু ঘরে তৈরি ফেস প্যাক (home made face pack) রয়েছে যা সহজেই হোলিং রং পরিষ্কার করতে পারে। দেখে নিন কোন কোন ফেস প্যাকের সাহায্যে ত্বক পরিষ্কার করতে পারবেন সহজেই।

রং  তোলার খাটনি দূর করতে পারে ফেসপ্যাক
রং তোলার খাটনি দূর করতে পারে ফেসপ্যাক

ওটমিলের ফেসপ্যাক :

Trending Updates

এই ফেস প্যাক বানানোর জন্য তিন টেবিল চামচ ওটসের সঙ্গে দুই টেবিল চামচ লেবুর রস এবং মধু মেশাতে হবে। রং খেলার পর এই ফেস প্যাক ব্যবহার করা যেতে পারে। সামান্য শুকিয়ে এলে অল্প জল দিয়ে হালকা হাতে ম্যাসাজ করতে হবে। ৪০ মিনিট মুখে রেখে উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বক থেকে রং তোলার জন্য সেরা ফেস প্যাক (best face pack)।

কমলালেবুর খোসা-গোলাপ জলের ফেসপ্যাক :

এই ফেসপ্যাকটি তৈরি করতে প্রয়োজন ১ টেবিল চামচ মুসুর ডাল পাউডার, ১ চামচ কমলালেবুর খোসার গুঁড়ো, ১ টেবিল চামচ গোলাপ জল এবং সামান্য পরিমাণে দুধ। একটি পাত্রে প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নিন, তারপরে মুখে লাগান। ২০ মিনিট অপেক্ষা করে মুখ ধুয়ে ফেলুন। প্রসঙ্গত, তৈলাক্ত ত্বকের জন্য ফেসপ্যাক (Face pack for oily skin) হিসেবে এটি বিশেষ ভাবে কার্যকরী। তবে সাধারণ ত্বকেও এটি ব্যবহার করতে পারেন, কিন্তু শুষ্ক ত্বকে না লাগানোই শ্রেয়।

মুলতানি মাটি ও গোলাপ জলের ফেসপ্যাক :

ঘরে তৈরি ফেস প্যাক (home made face pack)টি তৈরি করতেও খুব অল্প সময় লাগে আর এটি আপনার ত্বকের জন্যে বেশ কার্যকরী। এই ফেসপ্যাক বানাতে প্রয়োজন পড়বে মুলতানি মাটি এবং গোলাপ জল। এই দুই উপকরণ ভালো করে মিশিয়ে নিন। তারপরে মুখে লাগান। ১৫ মিনিট অপেক্ষা করে ক্লিনজিং করে নিন।

এমন কিছু ঘরে তৈরি ফেস প্যাক রয়েছে যা সহজেই হোলিং রং পরিষ্কার করতে পারে
এমন কিছু ঘরে তৈরি ফেস প্যাক রয়েছে যা সহজেই হোলিং রং পরিষ্কার করতে পারে

মধু-লেবুর রসের ফেসপ্যাক :

তৈলাক্ত ত্বকের জন্য ফেসপ্যাক (Face pack for oily skin) হিসেবে বেশ কার্যকরী এটি। এই ফেসপ্যাকটি বানাতে প্রয়োজন ১ টেবিল চামচ আমন্ড পাউডার, মধু, ২ ফোঁটা লেবুর রস এবং ১ চামচ দুধ। এবার একটি পাত্রে এই প্রতিটি উপকরণ নিয়ে ভালো করে মেশান। সেই মিশ্রণ মুখে লাগিয়ে অপেক্ষা করুন ২০ মিনিট। তারপরে মুখ ধুয়ে নিন।

টক দই-বেসনের ফেসপ্যাক :

এই ফেসপ্যাকটি সব ধরনের ত্বকের জন্যই সেরা ফেস প্যাক (best face pack)। এটি বানানোর জন্য আপনার প্রয়োজন পড়বে ৩ টেবিল চামচ টক দই, ২ টেবিল চামচ বেসন, ২ চামচ গোলাপ জল এবং ১ চামচ আমন্ড অয়েল। প্রতিটি উপকরণ ভালো করে মেশান। তারপরে মুখে লাগিয়ে নিন। ১৫ মিনিট অপেক্ষা করে মুখ পরিষ্কার করলেই দেখতে পাবেন ম্যাজিক!

দোল খেলতে যাওয়ার আগে মুখে ভালো করে ময়শ্চারাইজার বা আমন্ড অয়েল লাগিয়ে নিন
দোল খেলতে যাওয়ার আগে মুখে ভালো করে ময়শ্চারাইজার বা আমন্ড অয়েল লাগিয়ে নিন

সাধারণত প্রত্যেকেই উপরোক্ত ফেসপ্যাকগুলি লাগাতে পারেন। তবে যদি আপনার ত্বকে কোনও বিশেষ সমস্যা থাকে, তাহলে এই প্যাক লাগানোর আগে অবশ্যই চিকিৎসকের সঙ্গে আলোচনা করে নিন। এছাড়াও দোল খেলতে যাওয়ার আগে মুখে ভালো করে ময়শ্চারাইজার বা আমন্ড অয়েল লাগিয়ে নিন। তাহলে ত্বক থেকে রং তুলতে আরও সুবিধা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File