বিনোদন

Hollywood | প্রায় ৪০ বছর পর এতো বড় ধর্মঘট হলিউডে! কর্মবিরতি লক্ষাধিক চিত্রনাট্যকার ও অভিনেতাদের!

Hollywood | প্রায় ৪০ বছর পর এতো বড় ধর্মঘট হলিউডে! কর্মবিরতি লক্ষাধিক চিত্রনাট্যকার ও অভিনেতাদের!
Key Highlights

ওটিটি প্ল্যাটফর্মের বিরুদ্ধে একাধিক অভিযোগ হলিউডের চিত্রনাট্যকার ও অভিনেতাদের। বেতন বৃদ্ধি ও এআই প্রযুক্তি ব্যবহারে রাশ টানার দাবিতে বিক্ষোভ। ধর্মঘট সমর্থনে ‘ওপেনহাইমার' ছবির প্রচার থেকে 'ওয়াক আউট' অভিনেতাদের।

বিগত ৪০ বছরে এমন বিক্ষোভ দেখেনি হলিউড (Hollywood)। বেশ কয়েক দিন আগের থেকে বিক্ষোভে নামেন চিত্রনাট্যকাররা। এবার সেই আন্দোলন আরও জোরদার করতে বিক্ষোভের মাঠে নমলেন বড় পর্দা ও ছোট পর্দার অভিনেতারা। প্রায় দেড় লাখেরও বেশি হলিউডের সঙ্গে জড়িত কর্মীরা নেমেছেন ধর্মঘটে।

গত ২রা মে থেকে হলিউডে চিত্রনাট্যকারদের ধর্মঘট চলছিল। ‘দ্য স্ক্রিন অ্যক্টর্স গিল্ড’  (The Screen Actors Guild) সংগঠনের পক্ষ থেকে এই ধর্মঘটের ডাক দেওয়া হয় বলে খবর। মূলত নায্য বেতন ও উন্নততর কাজের পরিবেশের দাবিতেই হলিউডের বৃহৎ প্রতিষ্ঠানগুলির সঙ্গে বৈঠকে বসার দাবি করে এই সংগঠন। এই ধর্মঘটকে আরও বৃহৎ আকার দিতে যুক্ত হয়েছে হলিউডের অভিনেতাদের ইউনিয়ন 'স্যাগ-আফট্রা' (Sag-After)। অভিনেতাদের দাবি, অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলি (Online Streaming Platforms) অভিনেতাদের ন্যায্য বেতন দেয় না। সাধারণত কোনো সিনেমা বা সিরিয়াল যখন মার্কিন টেলিভিশনে দেখানো হয়, তখন সেই ছবির জনপ্রিয়তার উপর নির্ভর করে আলাদা করে ইনসেনটিভ (Incentives) দেওয়া হয় অভিনেতাদের। কিন্তু সিনেমা বা টিভি শো থেকে ইনসেনটিভ পেলেও ওটিটি প্ল্যাটফর্ম (OTT Platforms) থেকে সেই টাকা পাচ্ছেন না অভিনেতারা।

উল্লেখ্য,এর আগে বিভিন্ন প্রযোজনা সংস্থার শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন বিক্ষোভকারীরা। কিন্তু তাতে বিশেষ কিছু সুরাহা মেলেনা। যার ফলে শেষমেশ কর্মবিরতির কথা ঘোষণা করেন অসংখ্য হলিউড চিত্রনাট্যকার ও অভিনেতারা। এরপরেই বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হয় ধর্মঘট। এমনকি এই ধর্মঘট যখন ঘোষিত হয়, তখন সেই সময় লন্ডনে (London) চলছিল সম্প্রতি মুক্তি পেতে চলা ‘ওপেনহাইমার' (Oppenheimer) ছবির প্রচার। তবে এই ধর্মঘটের সমর্থনে ছবির প্রচার থামিয়ে সভাকক্ষ থেকে বেরিয়ে যান কিলিয়ান মর্ফি (Cillian Murphy), এমিলি ব্লান্টের (Emily Blunt) মতো তারকারা। শুধু বড় পর্দার তারকারাই নন, এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছেন ছোট পর্দার অভিনেতারাও। অনেকেই বলছেন, গত চল্লিশ বছরে এটি হলিউডের সব থেকে বড় কর্মবিরতি।

নায্য বেতন ও উন্নততর কাজের পরিবেশ ছাড়াও বর্তমানে চিত্রনাট্যকার ও অভিনেতাদের জন্য আরও এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence) বা এআই (AI)। বর্তমানে বহু প্রযোজনা সংস্থাই অনেক কাজ করিয়ে নিচ্ছেন এই কৃত্তিম বুদ্ধিমত্তাকে দিয়ে। গ্রাফিক ডিজাইন (Graphic Design ) থেকে শুরু করে স্ক্রিপ্ট (Script) লেখার মতো একাধিক কাজ নিমেষের মধ্যে করছে এআই। যেমন, সম্প্রতি 'মারভেলে'র (Marvel) 'সিক্রেট ইনভেশনে' (Secret Invasion) যে আনিমেটেড (Animated) সূচনা ব্যবহার করা হয়েছে তা তৈরী করেছে এআই। এই ঘটনা নিয়েও বেশ উদ্বেগ এবং বিতর্কের সৃষ্টি হয় গ্রাফিক ডিজাইনারদের (Graphic Designers) মধ্যে। এরকমই একাধিক ঘটনার ফলে এআই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে রাশ টানতে চাইছে বিক্ষোভকারী সংগঠনগুলি।


Tech Neck Syndrome | সর্বক্ষণ ঘাড় গুঁজে মোবাইলের পর্দায় তাঁকিয়ে? এক্ষুণি অভ্যাস না বদলালে হতে পারে 'টেক-নেকে'র সমস্যা!
Dust Allergy | ধুলোর সংস্পর্শে আসতেই শুরু হাঁচি? ডাস্ট অ্যালার্জি থেকে মুক্তি পেতে মেনে চলুন এই কয়েকটি বিষয়!
Electronics | বাজ পড়ে নষ্ট হয়ে যেতে পারে এসি, টিভি, ফ্রিজ এমনকি মোবাইলও! জানুন কীভাবে বিপদ এড়িয়ে সুরক্ষিত রাখবেন বৈদ্যুতিন যন্ত্রপাতি!
আজকের সেরা খবর | রিভিউ ও স্ক্রুটিনির উচ্চমাধ্যমিকের সেরা দশের তালিকায় নতুন করে নাম উঠল আরও ১২ জনের!
মহাপ্রভু শ্রীচৈতন্য | চৈতন্যদেবের জীবনকাহিনী | Lifestory of Chaitanya Mahaprabhu in Bengali
কর্নফ্লাওয়ার অর্থ কি ? কর্নফ্লাওয়ার এর উপকারিতা | Benefits of Cornflower in Bengali
স্বামী বিবেকানন্দের জীবনী ​​রচনা | Swami Vivekananda Biography Rachana in Bengali with PDF Download