অরুণাচলের প্রথম বিমানবন্দর খুলছে ১৫ই আগস্ট, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী পেমা খান্ডু

Wednesday, July 20 2022, 1:34 pm
highlightKey Highlights

অরুণাচল প্রদেশ যুক্ত হতে চলেছে বিমানপথেও। আগামী ১৫ই আগস্ট খুলে যেতে চলেছে অরুণাচল প্রদেশের হলঙ্গি গ্রিনফিল্ড বিমানবন্দর।


পরীক্ষামূলকভাবে বিমানচালনা হয়ে গিয়েছে। আগামী ১৫ই আগস্ট তথা স্বাধীনতা দিবসের দিনই খুলতে চলেছে অরুণাচল প্রদেশের হলঙ্গি গ্রিনফিল্ড বিমানবন্দর। বিমানপথে অরুণাচল প্রদেশকে জুড়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইচ্ছাশক্তির জোরেই অরুণাচল প্রদেশে তৈরি হল বিমানবন্দর, জানালেন মুখ্যমন্ত্রী পেমা খান্ডু

হলঙ্গির বিমানবন্দরটি গড়তে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার খরচ পড়েছে প্রায় ৬৪৫ কোটি টাকা। বিমানবন্দরটিতে রয়েছে ৮টি চেক ইন কাউন্টার। একসঙ্গে সর্বোচ্চ ২২০ জন যাত্রী আসা যাওয়া করতে পারবেন এই বিমানবন্দরে। বিমানবন্দরটির রানওয়ের দৈর্ঘ্য ২৩০০ মিটার, ওঠানামা করতে পারবে বোয়িং ৭৪৭ বিমানও। অরুণাচলের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী নাকাপ নালো টুইট করে জানিয়েছেন, সময়ের আগেই শেষ হয়ে গিয়েছে বিমানবন্দর নির্মাণের কাজ। রাজধানী ইটানগর থেকে হলঙ্গির দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। এত দিন ইটানগরের নিকটতম বিমানবন্দর ছিল ৮০ কিলোমিটার দূরের অসমের লিলাবাড়ি বিমানবন্দর।

অরুণাচল প্রদেশের বিমানবন্দর নিয়ে উচ্ছসিত অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। তিনি একাধিক টুইটের মাধ্যমে নিজেই সেকথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, ‘‘ইচ্ছে থাকলেই উপায় হয়। তৈরি করা যায় রানওয়েও। পর্যটনের বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও এত দিন অরুণাচল প্রদেশকে আকাশপথে যোগাযোগের ক্ষেত্রে বঞ্চিত রাখা হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইচ্ছাশক্তির জোরেই একটি বিমানবন্দর পেলাম আমরা।’’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File