রাজ্য

WB CM: ম্যানগ্রোভে ‘কোপ’, মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে দুটি নতুন জেলার ঘোষণা করতে চলেছেন

WB CM: ম্যানগ্রোভে ‘কোপ’, মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে দুটি নতুন জেলার ঘোষণা করতে চলেছেন
Key Highlights

‘‘রাতের অন্ধকারে ম‌্যানগ্রোভ অরণ্যে কোপ পড়ছে। রাজ‌্য প্রশাসনের সর্বোচ্চ স্তরে বিষয়টি জানানো হয়েছে। শেষ দেখে ছাড়ব।’’ - বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । হিঙ্গলগঞ্জে বনবিবির মন্দিরে পুজো দিচ্ছেন মুখ্যমন্ত্রী।

পশ্চিমবঙ্গের একজন সিনিয়র কর্মকর্তা গতকাল জানিয়েছেন, যে আজ, ২৯শে নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্ধারিত একটি প্রশাসনিক বৈঠকের সময় আনুষ্ঠানিকভাবে সুন্দরবন এবং বসিরহাটকে রাজ্যের দুটি নতুন জেলা হিসাবে ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে। সেই সিনিয়র কর্মকর্তার বক্তব্য অনুযায়ী এটা পরিষ্কার যে নতুন দুটি জেলা দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা জেলা থেকেই তৈরি করা হবে।

ইতিমধ্যে গতকাল থেকেই সুন্দরবনের ম্যানগ্রোভ এলাকায় তিন দিনের সফর শুরু করেছেন মাননীয়া মুখ্যমন্ত্রী। সেই অনুযায়ী ধারণা করা যাচ্ছে, সুন্দরবন জেলায় দক্ষিণ ২৪ পরগণার প্রায় ১৩ টি ব্লক থাকতে পারে এবং বসিরহাট উত্তর ২৪ পরগণার মধ্যে ছয়টি ব্লক থাকতে পারে। 

I will perform 'Prakriti Puja' in Hingalganj. Of late, elephant attacks have increased as jumbos are straying out of forests in search of food. We have submitted the master plan for Sundarbans to the NITI Aayog. Every year, there are cyclones and floods. If there is a master plan, the problem will be solved. I will ask the forest minister to look into the matter more seriously. 

Mamata Banerjee, Chief Minister of West Bengal

উল্লেখ প্রসঙ্গে বলে রাখা ভালো, সুন্দরবনের এই ম্যানগ্রোভ অরণ্য নিজে থেকে গজিয়ে ওঠেনি। 'আম্ফান' সাইক্লোন তথা প্রাকৃতিক দুর্যোগ ঠেকাতে এই বন তৈরির নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

‘‘রাতের অন্ধকারে ম‌্যানগ্রোভ অরণ্যে কোপ পড়ছে। রাজ‌্য প্রশাসনের সর্বোচ্চ স্তরে বিষয়টি জানানো হয়েছে। শেষ দেখে ছাড়ব।’’

বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

সুন্দরবন হল একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট (UNESCO World Heritage), বর্তমানে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে বিস্তৃত, অন্যদিকে বসিরহাট হল উত্তর ২৪ পরগণার একটি মহকুমা। পশ্চিমবঙ্গে বর্তমানে ২৩টি জেলা রয়েছে। হিসাব অনুযায়ী, প্রতিটি জেলা তৈরি করতে ভারতীয় মূল্য অনুযায়ী রাজ্যকে কমপক্ষে ২০০ কোটি টাকা খরচ বহন করতে হয়েছিল, কর্মকর্তা বলেছেন।