Himanshu Sangwan | ১৫ বলেই 'কিং' কোহলিকে গুটিয়ে দিলেন হিমাংশু! ধোনির মত ছিলেন টিকিট কালেক্টর! চিনুন এই ফাস্ট বোলারকে

Friday, January 31 2025, 12:30 pm
Himanshu Sangwan | ১৫ বলেই 'কিং' কোহলিকে গুটিয়ে দিলেন হিমাংশু! ধোনির মত ছিলেন টিকিট কালেক্টর! চিনুন এই ফাস্ট বোলারকে
highlightKey Highlights

মাত্র ১৫ বলেই বিরাট কোহলিকে গুটিয়ে দেন হিমাংশু সাংওয়ান! এরপর থেকেই চর্চায় এই ক্রিকেটার।


কিং কোহলির ইনিংস দেখার জন্য ঘোর অপেক্ষায় ছিল ফিরোজ শাহ কোটলার হাউসফুল গ্যালারি। কিন্তু মাত্র ১৫ বলেই বিরাট কোহলিকে গুটিয়ে দেন হিমাংশু সাংওয়ান! এরপর থেকেই চর্চায় এই ক্রিকেটার। কিন্তু কে তিনি? হিমাংশু হলেন গ্রেন ম্যাকগ্রার ছাত্র। তিনি ঘরোয়া ক্রিকেটে রেলওয়েজের হয়ে খেলেন। ২৯ বছর বয়সী হিমাংশুর ২০১৯-২০ সালে রেলওয়েজের হয়ে রঞ্জি অভিষেক হয়। ফাস্ট বোলার হিমাংশু ২৩টি প্রথম শ্রেণির ম্যাচে মোট ৭৭টি উইকেট নিয়েছেন। উল্লেখ্য, ধোনির মতো হিমাংশু এক সময় দিল্লি রেলওয়ে স্টেশনে টিকিট কালেক্টর ছিলেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File