রাজ্য

HS 2023 | ৪৯৬ নম্বর পেয়ে ২০২৩ এর উচ্চমাধ্যমিকে প্রথম নরেন্দ্রপুর রামকৃষ্ণমিশনের শুভ্রাংশু! দেখুন প্রথম দশে রয়েছে কারা!

HS 2023 | ৪৯৬ নম্বর পেয়ে ২০২৩ এর উচ্চমাধ্যমিকে প্রথম নরেন্দ্রপুর রামকৃষ্ণমিশনের শুভ্রাংশু! দেখুন প্রথম দশে রয়েছে কারা!
Key Highlights

দ্বিতীয়স্থানে থেকে এক নম্বর বেশি পেয়ে উচ্চমাধ্যমিকে প্রথম শুভ্রাংশু সর্দার। পাশের হার নিয়ে শীর্ষস্থানে পূর্ব মেদিনীপুর।মেধাতালিকায় সপ্তমস্থানে প্রথম রূপান্তরিত ছাত্রী।

আজ অর্থাৎ ২৪সে মে বুধবার প্রকাশ হল ২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (Higher Secondary 2023 )। এদিন বেলা ১২টায় মেধা তালিকা প্রকাশ করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council Of Higher Secondary Education)। এরপর বেলা ১২.৩০টা থেকে বিভিন্ন ওয়েবসাইট ও মেসেজের মাধ্যমে চলতি বছরের উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হয়। এবছর ৯৫.৭৫ শতাংশ পাশের হার নিয়ে শীর্ষস্থান দখল করলো পূর্ব মেদিনীপুর (East Medinipur)।

চলতি বছর উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণমিশনের ছাত্র শুভ্রাংশু সর্দার, যার প্রাপ্ত নম্বর ৪৯৬। দ্বিতীয় স্থানে রয়েছেন দু’জন, বাঁকুড়ার সুষমা খান এবং উত্তর দিনাজপুরের আবু সামা। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯৫ অর্থাৎ ৯৯ শতাংশ। দ্বিতীয়স্থানের পরীক্ষার্থীদের থেকে এক নম্বর বেশি পেয়ে প্রথম স্থান দখল করেছেন শুভ্রাংশু।

অন্যদিকে, এবার উচ্চমাধ্যমিকের মেধা তালিকায় ৪৯৪ নম্বর পেয়ে তৃতীয় স্থান দখল করেছেন তমলুকের চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাটের অনুসূয়া সাহা, আলিপুরপদুয়ারের পিয়ালী দাস  ও বালুরঘাটের শ্রেয়া মল্লিক মোট চারজন।  ৪৯৩ নম্বর পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন দক্ষিণ দিনাজপুরের শ্রীজিতা বসাক, নরেন্দ্রপুরের নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, উত্তর ২৪ পরগনার প্রেরণা পাল। পঞ্চমস্থানে ৪৯২ নম্বর পেয়ে রয়েছেন হুগলির  কৌস্তভ কুণ্ডু, বোলপুরের ঋষিতা সিনহা মহাপাত্র, পূর্ব মেদিনীপুরের দীপ্তার্ঘ্য দাস ও পুরুলিয়ার অঙ্কিতা ঘড়াই।

 উল্লেখ্য, ২০২৩ এর উচ্চমাধ্যমিকে মেধাতালিকায় প্রথমবার স্থান করে নিলেন রূপান্তরিত ছাত্রী। স্মরণ্য থেকে স্মরণ্যা হয়ে প্রথম রূপান্তরকামী নারী হিসেবে উচ্চমাধ্যমিকে মেধা তালিকায় সপ্তম স্থান পেল সে। স্মরণ্য ঘোষ নাম নিয়ে উচ্চমাধমিকের রেজিস্ট্রেশন (HS Registration) হলেও দ্বাদশ শ্রেণিতে ওঠার পর নিজে একজন রূপান্তরকামী মহিলাতে পরিণত হন। আগামী দিনে সমস্ত লিঙ্গের মানুষের সসম্মানে বেঁচে থাকার অধিকার নিয়ে এগোতে চায় হুগলির (Hooghly) জনাই ট্রেনিং হাই স্কুলের এই ছাত্রী। যার ফলে সিভিল সার্ভিসে অথবা অধ্যাপনার সঙ্গে যুক্ত হতে চান স্মরণ্যা। তাঁর সাফল্যে পরিবার, বন্ধু-বান্ধব,সহপাঠীরা ছাড়াও অত্যন্ত খুশি ও গর্বিত স্কুলের প্রধান শিক্ষক-সহ অন্যান্য শিক্ষকও।

চলতি উচ্চমাধ্যমিক শুরু হয়েছিল গত ১৪ই মার্চ, যা শেষ হয় ২৭সে মার্চ। পুরো উচ্চমাধ্যমিকে মোট ৬০টি বিষয়ে পরীক্ষা হয়েছিল। এবছরের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লক্ষ ৫২ হাজার ৪৪৪ জন, যার মধ্যে পরীক্ষা দিয়েছিলেন ৮ লক্ষ ২৪ হাজার ৮৯১ জন। এবছর পাশ করেছেন ৭ লক্ষ ৩৭ হাজার ৮০৭ জন পরীক্ষার্থী, অর্থাৎ পাশের হার ৮৯.২৫%। পর্ষদের তরফ থেকে জানানো হয়, ছেলেদের পাশের হার ৯১.৮৬ শতাংশ ও মেয়েদের পাশের হার ৮৭.২৬ শতাংশ। এই বছরের উচ্চমাধ্যমিকের মেধাতালিকার প্রথম দশের মধ্যে রয়েছেন ৮৭ জন পরীক্ষার্থী।

প্রসঙ্গত, উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের ক্ষেত্রে এবছর নিয়মের বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। প্রতিবছর সকাল ১১টায় মেধা তালিকা প্রকাশ হলেও এবার সময় পিছিয়ে বেলা ১২টায় মেধা তালিকা প্রকাশ করা হয়। পাশাপাশি দিনের দিন রেজাল্ট হাতে পাওয়ার ক্ষেত্রে নিয়ম বদল করে ৩১সে মে সংসদের ক্যাম্প অফিস থেকে স্কুলের প্রতিনিধিদের মার্কশিট এবং সার্টিফিকেট বিতরণ করার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি স্ক্রুটিনির জন্য অনলাইনে অফিশিয়াল সাইটে ৩১ মে রাত থেকে ১৫ জুন পর্যন্ত আবেদন করা যাবে বলে জানানো হয়েছে পর্ষদের তরফ থেকে। অন্যদিকে, পর্ষদের তরফ থেকে জানানো হয়, পরের বছরের উচ্চমাধ্যমিক অর্থাৎ ২০২৪ এর উচ্চমাধ্যমিক (Higher Secondary Examination 2024) হবে ১৬ই ফেব্রুয়ারি থেকে ২৯সে ফেব্রুয়ারি।

উচ্চমাধ্যমিক ২০২৩ -এর মেধা তালিকায় প্রথম দশে যারা আছেন :

প্রথম স্থান- প্রাপ্ত নম্বর ৪৯৬

  • শুভ্রাংশু সর্দার । নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। দক্ষিণ ২৪ পরগনা।

দ্বিতীয় স্থান- প্রাপ্ত নম্বর ৪৯৫

  • ১. সুষমা খান। বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়। প্রাপ্ত নম্বর ৪৯৫। বাঁকুড়া।
  • ২. আবু সামা। রামকৃষ্ণপুর প্রমোদ দাশগুপ্তা মেমোরিয়াল হাইস্কুল। উত্তর দিনাজপুর।

তৃতীয় স্থান- প্রাপ্ত নম্বর ৪৯৪

  • ১. চন্দ্রবিন্দু মাইতি। তমলুক হ্যামিলটন হাইস্কুলের ছাত্র, পূর্ব মেদিনীপুর।
  • ২. অনসূয়া সাহা। বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়। দক্ষিণ দিনাজপুর।
  • ৩. পিয়ালি দাস। কামাক্ষ্যাগুলি গার্লস হাইস্কুল, আলিপুরদুয়ার।
  • ৪. শ্রেয়া মালিক। বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়। দক্ষিণ দিনাজপুর।

চতুর্থ স্থান- প্রাপ্ত নম্বর ৪৯৩

  • ১. সৃজিতা বসাক। দাঙ্গারহাট হাইস্কুল। দক্ষিণ দিনাজপুর।
  • ২. নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্য়ায়। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। দক্ষিণ ২৪ পরগনা।
  • ৩. প্রেরণা পাল। ইছাপুর হাইস্কুল। উত্তর ২৪ পরগনা।

পঞ্চম স্থান- প্রাপ্ত নম্বর ৪৯২

  • ১. কৌস্তভ কুণ্ডু । কাপশিট হাইস্কুল। হুগলি।
  • ২. ঋষিতা সিনহা মহাপাত্র । নবনালন্দা শান্তিনিকেতন হাইস্কুল। বীরভূম।
  • ৩. দীপ্তার্ঘ দাস । বাজারপুর রামকৃষ্ণ হাইস্কুল। পূর্ব মেদিনীপুর।
  • ৪. অঙ্কিতা গরাই । নপাড়া হাইস্কুল। পুরুলিয়া।
  • ৫. অনন্যা সামন্ত । বাজার বঙ্কাপাশি এসএম হাইস্কুল। পূর্ব বর্ধমান।

ষষ্ঠ স্থান- প্রাপ্ত নম্বর ৪৯১

  • ১. চয়ন বর্মন। জেনকিনস স্কুল। কোচবিহার।
  • ২. অঙ্কুর রায়। বৈরাটিগুড়ি হাইস্কুল। জলপাইগুড়ি।
  • ৩. অর্কদীপ ঘড়া। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। দক্ষিণ ২৪ পরগনা।
  • ৪. তমালকান্তি দাস। রাজনগর বিশ্বম্ভর হাইস্কুল। দক্ষিণ ২৪ পরগনা।
  • ৫. সোমায়ন জানা। পরামনন্দপুর জগন্নাথ ইন্সটিটিউশন। পূর্ব মেদিনীপুর।
  • ৬. সোহম চট্টোপাধ্যায়। দ্বারহাটা রাজেশ্বরী ইন্সটিটিউশন। হুগলি।
  • ৭. রূপসা উপাধ্যায়। হিন্দমোটর হাইস্কুল। হুগলি।
  • ৮. অদিতি মোহান্তি। সিমলাপাল মদনমোহন হাইস্কুল। বাঁকুড়া।
  • ৯. সুপর্ণা মাহাতো। মাতগোডা হাইস্কুল। বাঁকুড়া।
  • ১০. উৎসা কুণ্ডু। নেতাজি গার্লস হাইস্কুল। দার্জিলিং।
  • ১১. সৌমিলি মণ্ডল। চাকদা বসন্তকুমারী বিদ্যাপীঠ। নদিয়া।
  • ১২. সহেলি আহমেদ। কামাক্ষ্যাগুড়ি গার্লস হাইস্কুল। আলিপুরদুয়ার।

সপ্তম স্থান- প্রাপ্ত নম্বর ৪৯০

  • ১. সন্দীপ ঘোষ। এমসি ইউলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল। আলিপুরদুয়ার।
  • ২. দেবর্ষি বসাক। রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাইস্কুল। উত্তর ২৪ পরগনা।
  • ৩. বিতান শাসমল। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। দক্ষিণ ২৪ পরগনা।
  • ৪. অর্ক ঘোষ। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। দক্ষিণ ২৪ পরগনা।
  • ৫. অভিরূপ পাল। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। দক্ষিণ ২৪ পরগনা।
  • ৬. সৃজা উপাধ্যায়। যাদবপুর বিদ্যাপীঠ। কলকাতা।
  • ৭. সুমিত মুখোপাধ্যায়। রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন। বীরভূম।
  • ৮. রূপঙ্কর ঘটক। বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল। পূর্ব বর্ধমান।
  • ৯. কৌশিকী কুণ্ডু। কাপশিট হাইস্কুল। হুগলি।
  • ১০. সৌজাত্য মুখোপাধ্যায়। চুঁচুড়া দেশবন্ধু মেমোরিয়াল হাইস্কুল। হুগলি।
  • ১১. স্মরণ্য ঘোষ। জনাই ট্রেনিং হাইস্কুল। হুগলি।
  • ১২. অর্ণব পতি। সিমলাপাল মদনমোহন হাইস্কুল। বাঁকুড়া।
  • ১৩. অস্মিতা পাল। বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুল। বাঁকুড়া।
  • ১৪. অভিরূপ পাল। বীরভূম জেলা হাইস্কুল। বীরভূম।

অষ্টম স্থান- প্রাপ্ত নম্বর ৪৯০

  • ১. শ্রীতমা মিস্ত্রি। নেবাধাই বালিকা বিদ্যালয়। উত্তর ২৪ পরগনা।
  • ২. সৈয়দ সাকলিন কবির। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। দক্ষিণ ২৪ পরগনা।
  • ৩. সায়ন প্রধান। পাথফাইন্ডার এইচএস পাবলিক স্কুল, যোধপুর পার্ক। কলকাতা।
  • ৪. আত্রেয়ী সাহানা। কোকন্দ কালিকা শিক্ষা সদন। হুগলি।
  • ৫. সংযুক্তা বিশ্বাস। দৈনহাট হাইস্কুল। পূর্ব বর্ধমান।
  • ৬. শ্রেষ্ঠা অধিকারী। কৃষ্ণা ভবানী নারী শিক্ষা মন্দির। হুগলি।
  • ৭. সন্দীপ ভট্টাচার্য। পান্ডুয়া শশীভূষণ সাহা হাইস্কুল। হুগলি।
  • ৮. আদিত্য সিনহা। কৃষ্ণা ভবানী নারী শিক্ষা মন্দির। হুগলি।
  • ৯. ইশিকা সিল। রাজবলহাট গার্লস হাইস্কুল। হুগলি।
  • ১০. সিরিন আলম। শিলিগুড়ি গার্লস হাইস্কুল। দার্জিলিং।
  • ১১. সপ্তক দাস। বালুরঘাট হাইস্কুল। দক্ষিণ দিনাজপুর।

নবম স্থান– প্রাপ্ত নম্বর ৪৮৮

  • ১. দেবাঙ্গনা দাস। বাল্য গার্লস হাইস্কুল। মালদহ।
  • ২. প্রণব বর্মণ। মেখলিগঞ্জ হায়ার সেকেন্ডারি স্কুল। কোচবিহার।
  • ৩. বৃষ্টি মাইতি। ধূলিয়াপুর পল্লিশ্রী বানি মন্দির। পূর্ব মেদিনীপুর।
  • ৪. আমজাদ হোসেন। প্রেমেরডাঙা দেওয়ান বর্মন হাইস্কুল। কোচবিহার।
  • ৫. অর্ক দাস। নব নালন্দা হাইস্কুল। কলকাতা।
  • ৬. সায়ন সাহা। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। দক্ষিণ ২৪ পরগনা।
  • ৭. অর্কপ্রতীম দে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। দক্ষিণ ২৪ পরগনা।
  • ৮. পবিত্র মাইতি। রাজনগর বিশ্বম্ভর হাইস্কুল। দক্ষিণ ২৪ পরগনা।
  • ৯. তুহিন রঞ্জন অধিকারী। দাসপুর বিবেকানন্দ হাইস্কুল। পশ্চিম মেদিনীপুর।
  • ১০. তৃষিতা কর্মকার। হাটবসন্তপুর হরপার্বতী ইন্সটিটিউশন। হুগলি।
  • ১১. এথেনা বসু। মাকলা দেবেশ্বরী বিদ্যানিকেতন। হুগলি।
  • ১২. সুপ্রভাত ঘোষ। মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়। হুগলি।
  • ১৩. সুজিত পাল। বদনগঞ্জ হাইস্কুল। হুগলি।
  • ১৪. মোনালিসা পাল। সেলিমবাগ হাইস্কুল। পূর্ব বর্ধমান।
  • ১৫. অপূর্ব মণ্ডল। মেমারি ভিএম ইন্সটিটিউশন। পূর্ব বর্ধমান।
  • ১৬. সায়ন্তনী দে। বিদ্যাপুর রাজ রাজেশ্বরী বালিকা বিদ্যালয়। পূর্ব বর্ধমান।
  • ১৭. সুজিত কয়াল। বদনগঞ্জ হাইস্কুল। হুগলি।
  • ১৮. সৌরশ্মী দাস। কালনা মহিষ মর্দিনী গার্লস হাইস্কুল। পূর্ব বর্ধমান।
  • ১৯. প্রত্যুষা দাম। ইসলামপুর গার্লস হাইস্কুল। উত্তর দিনাজপুর।

দশম স্থান- প্রাপ্ত নম্বর ৪৮৭

  • ১. আর্য নন্দী। স্প্রিংডেল হাইস্কুল। নদিয়া।
  • ২. স্বাগতা চক্রবর্তী। সুনীতি অ্যাকাডেমি। কোচবিহার।
  • ৩. পুষ্পিতা মোদক। কালিয়াগঞ্জ সরলা সুন্দরী হাইস্কুল। উত্তর দিনাজপুর।
  • ৪. সময়িতা দাশগুপ্ত। সুনীতি বিড়লা সর্দার গার্লস হাইস্কুল। জলপাইগুড়ি।
  • ৫. সুচেতনা জানা। সুনীতি বিড়লা সর্দার গার্লস হাইস্কুল। জলপাইগুড়ি।
  • ৬. বিক্রম বর্মণ। নিশীময়ী হাইস্কুল। কোচবিহার।
  • ৭. শেখ সইফ উদ্দিন আহমেদ। কালিন্দি ইউনিয়ন হাইস্কুল। পূর্ব মেদিনীপুর।
  • ৮. সৌম্যদীপ দত্ত। তাসরলা সারবেরিয়া সনাতন হাইস্কুল। দক্ষিণ ২৪ পরগনা।
  • ৯. কোয়েল কুণ্ডু। রামনগর অতুল বিদ্যালয়। হুগলি।
  • ১০. অঞ্জুমা দিলরুবা। গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয়। হুগলি।
  • ১১. মৃগাঙ্ক সাঁতরা। পাণ্ডুয়া শশীভূষণ সাহা হাইস্কুল। হুগলি।
  • ১২. শেখ আব্দুল রাজ্জাক। হাড়মাসরা হাইস্কুল। বাঁকুড়া।
  • ১৩. অগ্নিভ মুখোপাধ্যায়। বাঁকুড়া খিস্টান কলেজিয়েট স্কুল। বাঁকুড়া।
  • ১৪. সুদীপ পাল। দত্তপুকুর মহেশ বিদ্যাপীঠ। উত্তর ২৪ পরগনা।
  • ১৫. মল্লিকা দেবনাথ। মহাকালগুড়ি গার্লস হাইস্কুল। আলিপুরদুয়ার।
  • ১৬, সায়ন্তন সরকার। রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির। মালদহ।
  • ১৭. তৃণা পুরকায়স্থ। বার্লো গার্লস হাইস্কুল। মালদহ।




Successful Businessman | ভারতের সফল ব্যবসায়ী রতন টাটা,ধীরুবাই আম্বানি,গৌতম আদানির প্রথম চাকরি কী ছিল জানেন? কেউ কাজ করতেন গ্যাস স্টেশনে, কেউ ওষুধের দোকানে!
ORS and Glucose Drink | গরমে উপকারের বদলে বিপদ ডেকে আনছে অতিরিক্ত ওআরএস-গ্লুকোজ! জানুন কতটা খেলে শরীর সুস্থ্য থাকবে?
Summer Plants | গরমে ঘরে যেন জ্বলছে আগুন! আবহওয়া শীতল করতে এসি নয়, লাগান গাছ! গরমে ঘর ঠান্ডা রাখতে সাহায্য করে এই গাছগুলো!
Short Trip in West Bengal | পকেটে কম চাপ দিয়ে কমদিনেই ঘুরে আসতে পারেন এইসব জায়গায়! পাহাড় থেকে সমুদ্র, সেরা অফবিট ডেস্টিনেশনের খোঁজ থাকলো এখানে!
আজকের সেরা খবর | ভোটে মনোনীত প্রার্থীদের তুলনায় নোটা বেশি ভোট পেলে কী করণীয়? নির্বাচন কমিশনের মতামত জানতে চাইল সুপ্রিম কোর্ট!
১০০ টি প্রয়োজনীয় ফ্যাক্ট| 100 interesting life hack in Bengali
স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের জীবনী | Biography of Leela Majumdar