R G Kar Case | সন্দীপ ঘোষ-সহ ৫ অভিযুক্তর স্বস্তি! নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না হাইকোর্ট!

Tuesday, February 18 2025, 10:30 am
highlightKey Highlights

হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, এই মামলায় নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ায় কোনওরকম হস্তক্ষেপ করবে না কলকাতা হাইকোর্ট।


আরজিকর দুর্নীতি মামলায় কিছুটা স্বস্তি পেলেন সন্দীপ ঘোষ সহ ৫ অভিযুক্ত। এদিন হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, এই মামলায় নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ায় কোনওরকম হস্তক্ষেপ করবে না কলকাতা হাইকোর্ট। CBIর নথি সংক্রান্ত বিষয়ে যদি অভিযুক্তদের পর্যবেক্ষণের প্রয়োজন হয় সেক্ষেত্রে তারা ২৪ ফেব্রুয়ারির মধ্যে নিম্ন আদালতে আবেদন জানাতে পারবে। এদিকে CBIর আইনজীবী জানান, হাইকোর্টের নির্দেশ মত সমস্ত অভিযুক্তদের তদন্তে উঠে আসা সব নির্ভরযোগ্য নথি দেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File