Tollywood | টলি অভিনেতাদের পক্ষে হাইকোর্ট, 'শিল্পীদের কাজ করতে বাধা দেওয়া যাবে না' -বার্তা বিচারপতির
Monday, May 19 2025, 11:03 am
Key Highlightsটলিউডে শিল্পীদের কাজ করতে বাধা দেওয়া যাবে না— এই মর্মে সোমবার কড়া বার্তা দিলেন এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।
ফেডারেশন এবং টলিপাড়ার অভিনেতাদের মধ্যে বরাবর মতবিরোধ রয়েছে। বারবার এর জেরে কাজ ব্যাহত হয়েছে। এমনকি দুপক্ষের মতানৈক্য হাইকোর্ট অবধি গড়িয়েছে। এবার টলি অভিনেতাদের পক্ষে বার্তা দিলো কলকাতা হাইকোর্ট। এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অমৃতা সিনহা জানালেন, টলিউডে শিল্পীদের কাজ করতে বাধা দেওয়া যাবে না। তিনি আরো জানিয়েছেন, “কারও জীবিকা, কাজ বা ব্যবসা করতে বাধা দেওয়া যায় না। যদি কেউ সমস্যায় পড়ে, তাহলে স্থানীয় পুলিশের সাহায্য নিতে হবে। রাজ্য এ নিয়ে চুপ করে বসে থাকতে পারে না।”
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- বিনোদন
- কলকাতা হাইকোর্ট
- টলিউড
- অভিনেতা

