Jammu Kashmir | সেনার পোশাকে ঘুরছে জঙ্গি! ফের জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলার ছক? জারি হাই অ্যালার্ট!
Wednesday, June 11 2025, 11:29 am
Key Highlightsসেনা সূত্রে খবর, মঙ্গলবার রাতে সাম্বা জেলার নুদ গ্রামে একটি স্কুলের পাশে সন্দেহভাজন দু’জনকে ঘোরাফেরা করতে দেখেন এলাকার বাসিন্দারা।
ফের জঙ্গি হামলার ছক? সেনার পোশাকে দুই জঙ্গিকে ঘুরতে দেখা গেল জম্মু ও কাশ্মীরে! সেনা সূত্রে খবর, মঙ্গলবার রাতে সাম্বা জেলার নুদ গ্রামে একটি স্কুলের পাশে সন্দেহভাজন দু’জনকে ঘোরাফেরা করতে দেখেন এলাকার বাসিন্দারা। তাঁদের হাতে সেনার মতোই ছিল আগ্নেয়াস্ত্র। পুলিশের কাছে এই খবর যাওয়ার পরই এলাকা ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনী। রাত থেকেই এলাকাজুড়ে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। জারি হয়েছে সতর্কবার্তা। সন্দেহভাজন ওই দুজন ব্যক্তিকে জঙ্গি বলেই মনে করা হচ্ছে।

