Bihar Train Accident | বিহারে মর্মান্তিক রেল দুর্ঘটনা, লাইনচ্যুত মালগাড়ির ১৯টি বগি!
Sunday, December 28 2025, 6:30 am
Key Highlightsসিমুলতলা স্টেশনে ঢোকার আগে বাড়ুয়া নদীর সেতুর উপরে দুর্ঘটনাটি ঘটে। বিকট শব্দ করে লাইনচ্যুত হয় ১৯টি বগি।
শনিবার গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনা বিহারে। স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হয়ে পড়ল সিমেন্ট বোঝাই মালগাড়ির একাধিক কামরা। রেল সূত্রে খবর, মালগাড়িটি আসানসোল থেকে বিহারের সীতামারহি যাচ্ছিল। সিমুলতলা স্টেশনে ঢোকার আগে বাড়ুয়া নদীর সেতুর উপরে লাইনচ্যুত হয়ে যায় ১৯টি বগি। সেতুর নীচে গিয়ে পড়ে বেশ কয়েকটি বগি। ইঞ্জিনটি প্রায় ৪০০ মিটার এগিয়ে তেলওয়া বাজার হল্টের কাছে গিয়ে দাঁড়ায়। কোনোমতে প্রাণে বেঁচেছেন চালক এবং গার্ড। একাধিক দুই ডজন এক্সপ্রেস এবং প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে।
- Related topics -
- দেশ
- বিহার
- ট্রেন লাইনচ্যুত
- দূরপাল্লার ট্রেন
- ট্রেন
- গাড়ি দুর্ঘটনা
- ট্রেন দুর্ঘটনা
- স্থানীয় ট্রেন পরিষেবা
- স্পেশাল ট্রেন বাতিল
- লোকাল ট্রেন
- ট্রেন বাতিল
- ট্রেন অবরোধ
- আসানসোল

