আবহাওয়া

প্রবল বৃষ্টিতে ভাসছে ৫ জেলা, একনজরে জানুন কোন কোন রাজ্যে জারি হয়েছে হলুদ সতর্কবার্তা!

প্রবল বৃষ্টিতে ভাসছে ৫ জেলা, একনজরে জানুন কোন কোন রাজ্যে জারি হয়েছে হলুদ সতর্কবার্তা!
Key Highlights

দক্ষিণবঙ্গে আবহাওয়ার অস্বস্তিকর পরিস্থিতির কোনও পরিবর্তন হল না বুধবারেও। আগামী ৪৮ ঘন্টাতেও পরিবর্তনের সম্ভাবনা নেই। কেননা

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কাছে কোনও নিম্নচাপ নেই। যা দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি আনে। তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? উত্তরবঙ্গে জারি থাকবে হলুদ সতর্কবার্তা

আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার ১ সেপ্টেম্বর সকালের মধ্যে হিমালয়ের পাদদেশষ সংলগ্ন ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। উত্ত দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২ সেপ্টেম্বর শুক্রবার সকালের মধ্যে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। বাকি পাঁচ জেলার মধ্যে মালদহকে বাদ দিয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলার সম্ভাবনা শনিবার পর্যন্ত। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২রা সেপ্টেম্বর শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। আপাতত তাপমাত্রার পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।


Rana Balachauria | সেলফি তোলার অছিলায় চললো গুলি, ম্যাচ চলাকালীন খুন কবাডি খেলোয়াড়!
SIR | সন্দেহের বশে কাউকে ‘বাংলাদেশি’ বলে দাগিয়ে দেওয়ায় না, খসড়া তালিকা প্রকাশের আগে সরব নির্বাচন কমিশন
Ind vs SA T20I | ১১৭ রানেই গুটিয়ে গেলো প্রোটিয়া বাহিনী! ধরমশালায় দাপুটে বোলিং হর্ষিত-অর্শদীপের
Bangladesh | ছাত্রনেতাকে প্রকাশ্যে গুলি করার ঘটনায় বাংলাদেশে গ্রেপ্তার ১!
Bidhannagar PS | রবিবার আদালতে তোলা হবে ধৃত শতদ্রুকে, যুবভারতী কাণ্ডে একাধিক ধারায় মামলা রুজু পুলিশের
Delhi Air Pollution | বাতাসে বিষ! দিল্লিতে চালু হল GRAP-4, বন্ধ স্কুল-কলেজ, নিষিদ্ধ নির্মাণ কাজ!
Messi in YuvaBharati | মেসিকে দেখতে না পেয়ে স্টেডিয়াম 'লুট' সমর্থকদের, কেউ নিলেন কার্পেট, কেউ বা তুললেন আস্ত চেয়ার!