ব্রকলি না ফুলকপি, কোনটা আপনার স্বাস্থ্যের জন্য উপকারী? কোনটা বেছে নেবেন?

Thursday, December 21 2023, 2:15 pm
highlightKey Highlights

ব্রকলি এবং ফুলকপি দেখতে অনেকটা একরকমের হলেও পার্থক্য শুধু রঙের। ফুলকপি সাদা রঙের এবং ব্রকলি সবুজ রঙের হয়। অনেকের ধারণা যে ব্রকলির চেয়ে ফুলকপির গুনাগুন বেশি ও স্বাস্থ্যের পক্ষে উপকারী। জেনে রাখা ভালো, এগুলির উভয়ই শর্করা কম এবং উভয়ই অ্যান্টি-অক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টিতে সমৃদ্ধ। ব্রকোলিতে ফুলকপির চেয়ে বেশি পরিমাণে ভিটামিন C এবং ভিটামিন K বেশি পরিমানে রয়েছে। তবুও এই দুটি সব্জিকেই একসাথে খাবার প্লেটে রাখা যেতে পারে। অ্যান্টি-অক্সিডেন্টের দিক থেকে ব্রকোলির বিকল্প আর কিছুই হয় না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File