Har Ghar Tiranga: মোদীর ‘হর ঘর তেরঙা’ প্রচারে ঝড়

Friday, August 12 2022, 9:14 am
highlightKey Highlights

১০ দিনের মধ্যেই গোটা দেশজুড়ে এক কোটিরও বেশি জাতীয় পতাকা বিক্রি করেছে ভারতীয় ডাক বিভাগ।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষ স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে ‘হর ঘর তেরঙা’ প্রচারের ডাক দিয়েছেন। ভারতীয় ডাক বিভাগের তরফে জানানো হয়েছে, মাত্র ১০ দিনের মধ্যেই এক কোটিরও বেশি জাতীয় পতাকা বিক্রি করল। অনলাইন ও দেশজুড়ে ১.৫ লক্ষ ডাকঘরের মাধ্যমে এই জাতীয় পতাকা বিক্রি করা হয়েছে।

আজাদি কি অমৃত মহোৎসব অনুষ্ঠানের আওতায় একটি বিশেষ আন্দোলন হচ্ছে— হর ঘর তেরঙা। এই বিষয়ে আমার একটি পরামর্শ রয়েছে। প্রত্যেকের নেটমাধ্যমের প্রোফাইলে তেরঙা লাগানো হোক। এই আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যেতে আমাদের বাড়িতে জাতীয় পতাকা তোলা হোক। 

রেডিয়োর অনুষ্ঠান ‘মন কি বাত’-এ ‘হর ঘর তেরঙা’ প্রচারের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী

যোগাযোগ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মাত্র ১০ দিনের মধ্যেই এক কোটিরও বেশি জাতীয় পতাকা বিক্রি করেছে ভারতীয় ডাক বিভাগ। ডাক ঘর ও অনলাইন মারফত এই পরিমাণ জাতীয় পতাকা বিক্রি করা হয়েছে।’ ডাক বিভাগ থেকে ২৫ টাকা মূল্যে বিক্রি করা হচ্ছে জাতীয় পতাকা। আগামী ১৫ অগস্ট পর্যন্ত ডাকঘরের মাধ্যমে জাতীয় পতাকা বিক্রি চলবে। মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, ‘অনলাইনে জাতীয় পতাকা কিনলে ডেলিভারি খরচ লাগবে না।

Trending Updates



পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File