Hair Spa at Home | চুলের রুক্ষ্মতা দূর করে জেল্লা ফেরান প্রাকৃতিক উপায়ে! বাড়িতে সহজেই করে নিন হেয়ার স্পা!

Tuesday, January 30 2024, 1:23 pm
highlightKey Highlights

চুলের স্বাস্থ্য ভালো রাখতে বাড়িতে হেয়ার স্পা করা যায় সহজে। কম খরচ ও খাটনিতে কীভাবে হেয়ার স্পা করবেন দেখে নিন উপায়।


পরিবেশে বাড়তে থাকা দূষণ, রোজকার ব্যবহৃত পণ্যতে থাকা রাসায়নিকের ফলে চুলের যেমন জেল্লা হারিয়ে যায়, তেমনই এর স্বাস্থ্যও নষ্ট হয়। এর সঙ্গে চুল সমস্যা তো লেগেই রয়েছে। এর জন্য দরকার চুলের বাড়তি যত্ন। বিশেষত হেয়ার স্পা (Hair Spa)। অনেকেই স্পা এর জন্য পার্লারে  গিয়ে বেশ ভালো পরিমাণ টাকা খরচ করেন। তবে এই হেয়ার ট্রিটমেন্ট আপনি নূন্যতম খরচে করতে পারেন বাড়িতে বসেও। এটি যেমন পকেটে পড়বে কম টান, তেমনি চুলের স্বাস্থ্যগুণও বৃদ্ধি পাবে। 

চুলের স্বাস্থ্য ভালো রাখতে বাড়িতে হেয়ার স্পা করা যায় সহজে
চুলের স্বাস্থ্য ভালো রাখতে বাড়িতে হেয়ার স্পা করা যায় সহজে

স্পা হল একপ্রকার চুলকে পুষ্টি দেওয়ার পদ্ধতি। একে হেয়ার রিবার্থ থেরাপিও বলে। এর সাহায্যে চুলকে পুষ্টি জোগানো হয়। হেয়ার স্পা করালে চুল নরম ও সুন্দর হয়। পার্লারে হেয়ার স্পা যথেষ্ট খরচসাপেক্ষ। ফলে বাড়িতে হেয়ার স্পা (Hair Spa at Home) করতে পারেন অনায়াসে। একাধিক পদ্ধতিতে হেয়ার স্পা (Hair Spa) করা যায়। এরকম বেশ কিছু পদ্ধতি থাকলো আপনার জন্য-

দুধ ও মধুর স্পা । Milk and Honey Spa :

শুষ্ক চুলের জন্য মধু ও দুধ এই দুই উপাদান যে বেশ উপকারী তা সকলেই জানে। চুলের স্বাস্থ্য রক্ষার জন্য এই দুই প্রাকৃতিক উপাদান কাজ করে এক ঢালের মতো। হেয়ার স্পা এর জন্য প্রথমে মধু ও দুধ মিশিয়ে থকথকে মিশ্রণ তৈরি করে ফেলুন। এরপর সেটি স্ক্যাল্প থেকে লাগানো শুরু করুন। চুলের গোড়া অব্দি এই মিশ্রণ লাগাবেন। এরপর এটি চুলে অন্তত ২০ মিনিট রাখুন। এরপর গরম তোয়ালেতে চুল জড়িয়ে রাখুন ১৫ মিনিট। পরবর্তী ধাপে হালকা শ্যাম্পু বা মাইল্ড শ্যাম্পু  দিয়ে চুল ধুয়ে ফেলুন। ভালো ফল পেতে এটি মাসে একবার ব্যবহৃত করতে পারেন।

হেনা স্পা । Henna Spa :

আগে অনেকেই চুলে হেনা করতেন। এই হেনা দিয়েও হেয়ার স্পা করা যায়। চুলের বাড়তি তেল সরিয়ে, জমে থাকা নোংরা পরিষ্কারে সাহায্য করে হেনা। এর জন্য ২ চামচ হেনা পাউডার, ২ চামচ শিকাকাই পাউডার, ২ চামচ আমলা পাউডার, ২ চামচ রিঠা পাউডার মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এরপর একটা পাত্রে জল গরম করে তার বাষ্প নিতে হবে চুলে। এটি বাস্প বা স্টিম নিতে হবে ১০ মিনিট ধরে। এরপর চুলে ওই মিশ্রণটা মেখে নিতে হবে। এভাবে ১ ঘণ্টা হেনাটি চুলে রাখতে হবে। তারপর হালকা বা মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। ভালো ফল পেতে ২ সপ্তাহে একবার করে এই উপায় কাজে লাগাতে পারেন।

চুলের বাড়তি তেল সরিয়ে, জমে থাকা নোংরা পরিষ্কারে সাহায্য করে হেনা
চুলের বাড়তি তেল সরিয়ে, জমে থাকা নোংরা পরিষ্কারে সাহায্য করে হেনা

ডিম ও নারকেল তেলের স্পা । Egg and Coconut Oil Spa :

ভালো চুলের জন্য ডিম ও নারকেল তেল ব্যবহৃত হয়ে আসছে বহু যুগ ধরে। একাধিক উপায়ে চুলে ডিম ও নারকেল লাগানো যায়। স্পা করতে হলেও বেশ কার্যকরী এই দুই উপাদান। এর জন্য একটি বাটিতে একটা ডিম ও নারকেল তেল ফেটিয়ে মিশিয়ে নিন। এবার একটি হাঁড়িতে জল গরম করুন, তার ভাপে চুল রাখুন ১০ মিনিট। এরপর ১০ মিনিট চুলে সেই বাষ্পটাকে বসতে দিন। এরপর ডিম ও তেলের মিশ্রণটা ভাল করে মেখে নিন চুলে। এভাবে এটি চুলে রাখুন ২০ মিনিট। এরপর হালকা কোনও শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। মনে রাখবেন গরম জল না, ঠান্ডা জলেই চুল ধোবেন, নয়তো থেকে যেতে পারে ডিমের গন্ধ। ডিমের প্রোটিন চুলকে শক্ত করতে ও চুল পড়া কমাতে সাহায্য করে।

পাকা কলার স্পা । Ripe Banana Spa :

প্রাকৃতিক তেল তো বটেই সেই সঙ্গে পটাশিয়াম, ভিটামিনে পরিপূর্ণ পাকা কলা চুলের গঠন করে সুন্দর। সঙ্গে বাড়ায় চুলের জেল্লায়। চুলের গোড়া ফাটাও রোধ করে পাকা কলা। এই উপাদান দিয়ে স্পা করতে হলে প্রথমে ব্লেন্ডার বা মিক্সারে দিয়ে পিষে নিন পাকা কলা। পেস্ট হয়ে গেলে তাতে অলিভ তেল যোগ করুন, মিশিয়ে সরিয়ে রাখুন। এরপর ১০ মিনিট চুলকে স্টিম করে নিন গরম জলের বাষ্প দিয়ে। এবার সেই বাষ্প মিনিট ১০ চুলে বসতে দিন। এরপর সেই মিশ্রণটা চুলে লাগিয়ে নিন। এটি আধ ঘণ্টা রাখুন। এরপর হাল্কা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। চুলের যত্ন নিতে সপ্তাহে এক বা দু'বার এই পদ্ধতি অবলম্বন করতে পারেন।

অ্যালোভেরা ও লেবুর রসের স্পা ।  Aloe Vera and Lime Juice Spa :

অ্যালোভেরা শুধু ত্বকেই নয়, চুলের জন্যও উপকারী। অ্যালোভেরা ও লেবুর রস দিয়ে ভালো স্পা করা যায়। এর জন্য প্রথমে এক কাপের চার ভাগের এক ভাগ অ্যালোভেরা জেল নিন, তার সঙ্গে ভাল করে লেবুর রস মিশিয়ে নিন। এবার পাত্রে রাখা উষ্ণ জলের বাষ্প নিন চুলে ১০ মিনিট ধরে। এরপর ওই মিশ্রণটি ভাল করে মেখে নিন চুলে। এটি ২০ মিনিট রাখুন। এবার হালকা শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার করে এই পদ্ধতি প্রয়োগ করতে পারেন চুলে।

অ্যালোভেরা শুধু ত্বকেই নয়, চুলের জন্যও উপকারী।
অ্যালোভেরা শুধু ত্বকেই নয়, চুলের জন্যও উপকারী।

উল্লেখ্য,  অনেকেই বাজার থেকে হেয়ার স্পা কিট (Hair Spa Kit) কিনে স্পা করে থাকেন। তবে এতে খরচ যেমন বেশি হয় তেমনই অনেক সময়ই খুব বেশি উপকার পাওয়া যায়না। হেয়ার স্পা কিট (Hair Spa Kit) এ থাকা রাসায়নিকের জন্য চুলের বেশ ক্ষতি হয়। বাড়িতে হেয়ার স্পার সুবিধা (Hair Spa Benefits) হিসেবে যেমন টাকা সাশ্রয় হয় তেমনি চুলের স্বাস্থ্যও ভালো হয়। ফলে হেয়ার স্টাইলিস্টরা চুলের স্বাস্থ্যের যত্ন নিতে এবং জেল্লা বাড়াতে বাড়িতে প্রাকৃতিক উপাদান ব্যবহার করে স্পা করার পরামর্শ দিয়ে থাকেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File