Gujarat | গুজরাটে তৈরী ২৬ সদস্যের মন্ত্রিসভা, আজই হবে শপথগ্রহন! ক্ষমতায় আসলেন কারা
Friday, October 17 2025, 6:45 am
Key Highlightsশুক্রবার সকালে গুজরাট বিজেপির তরফ থেকে নতুন মন্ত্রীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।
সামনেই বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবার বিকেলে আচমকাই মুখ্যমন্ত্রী বাদ দিয়ে গুজরাটের প্রত্যেক মন্ত্রী পদত্যাগ করেন। আজ গুজরাট ক্যাবিনেটকে ঢেলে সাজাচ্ছেন প্রধানমন্ত্রী। শুক্রবার সকালে গুজরাট বিজেপির তরফ থেকে নতুন মন্ত্রীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় রয়েছেন স্বরূপজি ঠাকুর, প্রভেনকুমার মালি, রুশিকেশ প্যাটেল, দর্শনা ওয়াঘেলা, কুনভারজি বাভালিয়া, রিভাবা জাদেজা, অর্জুন মোধওয়াদিয়া, পরশোত্তম সোলাঙ্কি, জিতেন্দ্র ওয়াঘানি, প্রফুল পানশেরিয়া, হর্ষ সাঙ্ঘভি এবং কানুভাই দেশাইদের মতো নাম।
- Related topics -
- দেশ
- রাজনৈতিক
- রাজনীতিবিদ
- রাজনীতি
- বিজেপি
- বিজেপি সাংসদ
- গুজরাট
- মন্ত্রী
- কেন্দ্রীয় মন্ত্রী
- মন্ত্রীমহল

