Gujrat Election: গুজরাট নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন

Thursday, November 3 2022, 9:15 am
highlightKey Highlights

হিমাচল প্রদেশ নির্বাচনের ঘোষণার ২০ দিন পর গুজরাট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগের মতোই গুজরাটে দুই দফায় ভোট হবে।


নির্বাচন কমিশন বৃহস্পতিবার ঘোষণা করেছে যে গুজরাট বিধানসভা নির্বাচন দুটি ধাপে ১লা ডিসেম্বর এবং ৫ই ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ভোট গণনা এবং ফলাফল ঘোষণা করা হবে ৮ই ডিসেম্বর। আগামী বছরের ১৮ই  ফেব্রুয়ারি, ২০২২ গুজরাট বিধানসভার ১৮২ সদস্যের মেয়াদ শেষ হচ্ছে। 

একটি সংবাদ সম্মেলনের ভাষণে, প্রধান নির্বাচন কমিশনার (CEC) রাজীব কুমার বলেন, “গুজরাটে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপ ১লা ডিসেম্বর এবং দ্বিতীয় ধাপে ৫ই ডিসেম্বর এবং ৮ই ডিসেম্বর ভোট গণনা হবে। গুজরাট বিধানসভা নির্বাচনের গণনার তারিখ হিমাচল প্রদেশের সাথে ৮ই ডিসেম্বর মিলবে। বিধানসভা নির্বাচনের পুরো প্রক্রিয়াটি 10ই ডিসেম্বর শেষ হবে," । গুজরাট জুড়ে মোট ৫১,৭৮২টি ভোট কেন্দ্র স্থাপন করা হবে। এর মধ্যে ১,২৭৪ টি মহিলা ভোটগ্রহণ এবং নিরাপত্তা কর্মী দ্বারা পরিচালিত হবে।

Trending Updates

এএপি আগামীকাল তাদের মুখ্যমন্ত্রী প্রার্থী ঘোষণা করবে | AAP to announce its CM candidate tomorrow

আম আদমি পার্টি শুক্রবার জনমতের মাধ্যমে গুজরাটের মুখ্যমন্ত্রী পদের প্রার্থী ঘোষণা করবে, দলের নেতা মনোজ সোরাথিয়া জানিয়েছেন।

গুজরাটে আবার ডাবল ইঞ্জিনের সরকার গড়বে বলে জানিয়েছেন বিজেপি প্রধান | Will again form double engine govt in Gujarat, says BJP chief

গুজরাট বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণার সাথে সাথে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) জাতীয় সভাপতি নাড্ডা বলেছেন যে জাফরান দল আবার রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার গঠন করবে।

I welcome the announcement of the Gujarat Assembly elections by the Election Commission. Under the leadership of respected Prime Minister Narendra Modi BJP will again form a double-engine government in Gujarat with a huge majority and will work with a commitment to fulfill the aspirations of the people for the next 5 years.

Nadda tweeted.
J. P. Nadda , President of Bharatiya Janata Party
J. P. Nadda , President of Bharatiya Janata Party

প্রথম ধাপে ৮৯টি আসনে ভোট হবে, দ্বিতীয় ধাপে ৯৩টি আসন | 89 seats to go into voting in phase one, 93 seats in phase two

১ ডিসেম্বর গুজরাট নির্বাচনের ১ম পর্বে ৮৯টি আসনে ভোট হবে। অন্যদিকে, ৫ ডিসেম্বর দ্বিতীয় ও চূড়ান্ত পর্বে ৯৩টি আসনে ভোট হবে। ভোট গণনা হবে ৮ ডিসেম্বর।

অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি সেরাজ্যে বিরোধী পরিসর দখলের চেষ্টা করে যাচ্ছে। তাতে যে কংগ্রেসেরই ক্ষতি হবে সেটা বলাই বাহুল্য। যদিও কংগ্রেসের দাবি, আপ তৃণমূল স্তরে নেই। শুধু সংবাদমাধ্যমেই অস্তিত্ব রয়েছে তাদের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File