রাজ্যে গ্ৰুপ-ডি নিয়োগে অভিযুক্তকে দ্রুত ডেকে সিবিআই তদন্ত শুরুর নির্দেশ আদালতের

Thursday, March 31 2022, 8:17 am
highlightKey Highlights

আদালতের বক্তব্য, রাজ্য-স্কুলে বেআইনি নিয়োগ নিয়ে যে সব মামলা আসছে আদালতের কাছে, সেখানে বহু মামলায় শান্তিপ্রসাদ সিনহার নির্দেশ কাজ করেছে বলে তথ্য রয়েছে কোর্টের কাছে।


গ্ৰুপ-ডি নিয়োগে অনিয়মে কলকাতা হাই কোর্টের কড়া পদক্ষেপ। ফের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকে তদন্তের নির্দেশ দিল উচ্চ আদালত। বৃহস্পতিবার (৩১শে মার্চ ২০২২) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের নির্দেশ অনুযায়ী, স্কুল সার্ভিস কমিশনের (SSC) তৎকালীন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে আজ রাত ১২টার মধ্যে ডেকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। শুধু তাই নয়, জিজ্ঞাসাবাদে কী উঠে এল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে শুক্রবার সকালে তা জানাতে হবে আদালতে।

আদালতের নির্দেশ 
আদালতের নির্দেশ 

আরও পড়ুন: রাজ্যে ইন্ডিয়ান কোস্ট গার্ডের দপ্তরে চাকরির জন্য চলছে নিয়োগ, মাধ্যমিক পাশ করলেই করতে পারবেন আবেদন

Trending Updates

আদালতের বক্তব্য, স্কুলে বেআইনি নিয়োগ নিয়ে যে সব মামলা আসছে আদালতের কাছে, সেখানে বহু মামলায় স্কুল সার্ভিস কমিশনের (SSC) তৎকালীন উপদেষ্টার নির্দেশ কাজ করেছে বলে তথ্য রয়েছে কোর্টের কাছে। সেই কারণেই তড়িঘড়ি বৃহস্পতিবারই তাঁকে জেরা করতে হবে নির্দেশ দিয়েছে আদালত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File