Shubhanshu Shukla | মহাকাশ থেকে ফিরেই স্ত্রী-পুত্রকে বুকে জড়ালেন গ্রুপ ক্যাপটেন শুভাংশু শুক্লা
Wednesday, July 16 2025, 5:20 pm

এবার ১৮ দিনের মহাশূন্যতা ডিঙিয়ে আরও বেশি করে মায়ার বন্ধনে শুভাংশু। বুধবার তিনি মিলিত হলেন স্ত্রী এবং পুত্র সন্তানের সঙ্গে।
১৮দিন মহাকাশে কাটিয়ে নির্বিঘ্নে পৃথিবীতে ফিরেছেন ভারতীয় নভোশ্চর শুভাংশু শুক্লা। মঙ্গলবার দুপুরে মহাকাশ থেকে প্রশান্ত মহাসাগরে ডুব দেন শুভাংশু। গোটা ব্যাপারটা নাসার পর্যবেক্ষণে ঘটেছে। শুভাংশুকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদীও। শুভাংশুর নতুন তিনটি ছবি প্রকাশ্যে এনেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। তাতে দেখা গিয়েছে স্ত্রী ও পুত্রকে জড়িয়ে ধরেছেন শুভাংশু। এক্স হ্যান্ডেলে ছবিগুলির ক্যাপশানে লেখা হয়েছে, মহাকাশ থেকে ফিরে পরিবারের সঙ্গে মিলিত হলেন জিপি ক্যাপ্টেন শুভাংশু শুক্লা।
- Related topics -
- শুভাংশু শুক্লা
- অ্যাক্সিওম মিশন ৪
- মহাকাশ
- মহাকাশচারী
- মহাকাশযান
- ভারত