Train Derailed | সাতসকালে লাইনচ্যুত মালগাড়ি, শিয়ালদহ-বজবজ শাখায় ব্যাহত ট্রেন চলাচল

Wednesday, October 8 2025, 6:54 am
highlightKey Highlights

বজবজ স্টেশনের আগে ১৪ নম্বর রেলগেটের কাছে মালগাড়ির একটি বগি লাইনচ্যুত হয়। তার পরেই ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।


বুধবার সকালে বজবজ স্টেশনের আগে ১৪ নম্বর রেলগেটের কাছে মালগাড়ির একটি বগি লাইনচ্যুত হয়। তার পরেই শিয়ালদহ টু বজবজ শাখায় আপ ও ডাউন লাইনে কয়েক ঘণ্টা ধরে ট্রেন চলাচল ব্যাহত বলে খবর। সমস্ত লোকাল ট্রেন প্রায় এক ঘণ্টা দেরিতে চলছে। আপ-ডাউন লাইনের সব ট্রেন আকড়া, নুঙ্গি, সন্তোষপুর থেকে শিয়ালদহ পাঠিয়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে রয়েছেন রেল আধিকারিকরা। ক্রেন দিয়ে লাইনচ্যুত বগিকে তোলার চেষ্টা চলছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। অফিসটাইমে ভোগান্তির শিকার হচ্ছেন নিত্যযাত্রীরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File