জনপ্রিয় ওয়েব ব্রাউজার "Internet Explorer"-এর বিদায় ঘোষণা মাইক্রোসফটের

Friday, May 21 2021, 5:28 am
জনপ্রিয় ওয়েব ব্রাউজার  "Internet Explorer"-এর বিদায় ঘোষণা মাইক্রোসফটের
highlightKey Highlights

ইন্টারনেট ব্রাউজিংয়ের দুনিয়ায় গুগল ক্রোম, ইউসি ব্রাউজার, ফায়ারফক্স, ওপেরার মতো দ্রুত ব্রাউজারগুলির সঙ্গে তাল মেলাতে অক্ষম ইন্টারনেট এক্সপ্লোরার। তাই মাইক্রোসফট এজ প্রোগ্রাম ম্যানেজার সিন লিন্ডারসে জানিয়েছেন, চলতি বছরের শেষ থেকেই কার্যত কর্ম ক্ষমতা কমে যাবে এবং আগামী বছরের (২০২২) ১৫ই জুন পর্যন্তই শেষ ব্যবহার করা যাবে ইন্টারনেট এক্সপ্লোরার। পাশাপাশি আরও জানিয়েছেন, "আগস্টের মাঝামাঝি থেকে মাইক্রোসফটের অনলাইন পরিষেবা-অফিস ৩৬৫, ওয়ান ড্রাইভ, আউটলুক ইত্যাদিতে আর 'সাপোর্ট' মিলবে না এক্সপ্লোরারের। " ইন্টারনেট এক্সপ্লোরারের বিকল্প হল মাইক্রোসফটের এজ্ ব্রাউজার, যা মসৃণ ও দ্রুত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File