খেলাধুলা

Emiliano Martinez | কলকাতায় এমিলিয়ানো মার্টিনেজ! বাঙালি মধ্যাহ্নভোজের পর মিলন মেলা প্রাঙ্গনে বিশ্বকাপজয়ী ফুটবলার!

Emiliano Martinez | কলকাতায় এমিলিয়ানো মার্টিনেজ! বাঙালি মধ্যাহ্নভোজের পর মিলন মেলা প্রাঙ্গনে বিশ্বকাপজয়ী ফুটবলার!
Key Highlights

সোমবার সন্ধ্যায় কলকাতায় আসেন গোল্ডেন গ্ল্যাভসজয়ী এমিলিয়ানো মার্টিনেজ। বিমানবন্দরেই দেখা যায় উপচে পড়া ভিড়। এদিন সকাল থেকে শহরের নানান কর্মসূচিতে যোগ এমির।

দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষ। আজ সেই বিশেষ দিন। যেদিন বিশ্বকাপজয়ী গোলকিপারকে চাক্ষুস সামনে দেখতে চলেছেন অসংখ্য ভক্ত। কলকাতার ফুটবল প্রেমীদের জন্য যেন গতকাল থেকেই শুরু হয়েছে এক উৎসব। গতকাল অর্থাৎ সোমবার তিলোত্তমার বুকে পা রেখেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের তারকা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez)। এদিন অর্থাৎ মঙ্গলবার বিকেলেই এমি যোগ দিতে চলেছেন বিশেষ অনুষ্ঠানে।

গতকাল অর্থাৎ ৩রা জুলাই বিকেল সাড়ে ৫টা নাগাদ কলকাতায় পৌঁছান মার্টিনে। দমদম বিমানবন্দরে (Dumdum Airport) নামতেই ফুটবল তারকাকে দেখতে উপচে পরে ভক্তদের ভিড়। বিমানবন্দরের বাইরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। মোহনবাগান (Mohun Bagan) ফ্যান ক্লাবের সদস্যরা পৌঁছে যান সবুজ-মেরুন পতাকা হাতে। অনুরাগীদের মধ্যে অনেকের হাতে আবার দেখ যায় আর্জেন্টিনার (Argentina) পতাকাও। কলকাতায় নামতেই সবুজ-মেরুন উত্তরীয় পরিয়ে দেওয়া হয় ফুটবলারকে। ইমিকে আমন্ত্রণ জানাতে বিমানবন্দরে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসুও (State minister Sujit Basu)। উল্লেখ্য, সোমবার সকালেই বাংলাদেশে (Bangladesh) যান মার্টিনেজ। সেখানে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Prime Minister Sheikh Hasina) সঙ্গে। এরপর সেখান থেকেই রওনা দেন কলকাতার  উদ্দেশ্যে।

সোমবার 'ডিবু'র কোনও কর্মসূচি না থাকলেও আজ অর্থাৎ মঙ্গলবার শহরে একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন গোল্ডেন গ্লাভস (Golden Gloves) জয়ী ফুটবলার। এদিন দুপুরে মিলন মেলা প্রাঙ্গণে (Milon Mela Premises) শতুদ্র দত্তের (Shatudra Dutta) ‘তাহাদের কথা’ অনুষ্ঠানে (Tahader Katha' Event) যোগ মার্টিনেজের। সেখানে নিজের জীবনের ও বিশ্বকাপ খেলার একাধিক অভিজ্ঞতা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেবেন ফুটবলার। তবে এই নিজের জীবনের কাহিনী ভাগ করে নেওয়ার আগেই এই অনুষ্ঠানেই এমির জন্য আয়োজন করা হয় বিশেষ মধ্যাহ্নভোজের। সোমবার রাতে ফুটবলারের জন্য বাইপাসের ধরে এক পাঁচ তারা হতেন নৈশভোজের আয়োজন করা হয়। তবে মঙ্গলবার ডিবুর জন্য আয়োজন করা হয় সুস্বাদু বাঙালি খাবার।

জানা গিয়েছে, এদিনের বিশেষ মধ্যাহ্নভোজের দায়িত্ব দেওয়া হয় সপ্তপদী রেস্তোরাঁকে (Saptapadi Restaurant)। ডিবুর জন্য এদিন টার্ট ও ক্যানাপে ছিল কিমা মটর টার্ট, অনিয়ন বেলপেপার টার্ট, আলু পোস্ত ক্যানাপে, মালাই মুরগি ভুট্টা ক্যানাপে। মেন কোর্সে ছিল ভাত, বাসন্তী পোলাও, লুচি, ছোলার ডাল, ভাজা মশলা আলুর দম, ঝুড়ি আলু ভাজা, ধোকার ডালনা, পটলের দোরমা,ডাব চিংড়ি,ইলিশ পাতুরি, চট্টগ্রামের চৈতল মুইঠ্যা,সপ্তপদীর অভিনব মাংস,কাঁচা লঙ্কার মুরগি। তরল পানীয়ে ছিল কাঁচা আমের শরবৎ, লিচু লঙ্কার শরবৎ,ব্লু ল্যাগুন, জল। সাল্যাডে থাকবে- গ্রিন স্যালাড প্ল্যাটার, বেদানা ভিনাইগ্রেটের সঙ্গে কাটা শশা, কর্ন ক্যাপসিকাম ভিনাইগ্রেট, অ্যাসোর্টেড লেটুস, তরমুজ ও ফেটা চিজ। এই খাবার বাদেও বিশ্বকাপ জয়ী ফুটবলারের জন্য আয়োজন করা হয় বাংলার বিশেষ মিষ্টিরও। মার্টিনেজের বিশেষ বাঙালি খাবারের শেষে ছিল আমের চাটনি, খেজুর আমসত্ত্ব চাটনি,পাঁপড়, রসগোল্লা,পান্তুয়া, মিষ্টি দই, লিচু লঙ্কার পায়েস এবং পান। উল্লেখ্য, বাঙালির খাবারের মধ্যে অন্যতম হলো মিষ্টি। আর সেই বিষয় মাথায় রেখেই এমিকে কলকাতায় স্বাগত জানাতে তাঁকে 'গোল্ডেন গ্লাভস মিষ্টি' উপহার দিলেন ১৭০ বছরের পুরোনো ঋষরার ফেলু মোদকের মিষ্টির দোকান (Rishara's Felu Modak Sweets Shop)।  

মধ্যাহ্নভোজের পর নিজের শরীরচর্চার দিকেও নজর রেখেছেন ফুটবলার। এরপর বিকেলে মোহনবাগান মাঠে (Mohun Bagan Field) আসবেন বিশ্বকাপজয়ী গোলকিপার। মোহনবাগান রত্ন স্মারক তুলে দেওয়া হবে তাঁর হাতে। পাশাপাশি পেলে- মারাদোনা-সোবার্স নামাঙ্কিত মোহনবাগান গেটের (Pele-Maradona-Sobers Mohun Bagan Gate) উদ্বোধনও করবেন তিনি। এছাড়াও ১০ জনকে আজীবন সদস্যপদ দেওয়া হবে মোহনবাগানের তরফে, সেই ১০ জনের হাতে আজীবন সদস্যপদ তুলে দেবেন মার্টিনেজ।

পাশাপাশি, এদিন মোহনবাগান মাঠে ফুটবলারের সামনেই হবে ফ্রেন্ডশিপ কাপের ম্যাচ (Friendship Cup)। যেখানে মুখোমুখি হবে মোহনবাগান অল স্টারস (Mohun Bagan All Stars) ও কলকাতা পুলিশ কমিশনার অল স্টারস (Kolkata Police Commissioner All Stars)। এই দলের কোচ মানস ভট্টাচার্য এবং সত্যজিৎ চট্টোপাধ্যায়। এছাড়াও দলে রয়েছেন হেমন্ত ডোরা, শিল্টন পাল, দীপেন্দু বিশ্বাস, শেখ আজিম, হুসেন মুস্তাফি, দুলাল বিশ্বাস, শঙ্করলাল চক্রবর্তী, রিয়াজুল মুস্তাফা, বিশ্বনাথ মণ্ডল, বাসুদেব মণ্ডল, অমিত দাস, ডেনসন দেবদাস, সঞ্জয় মাঝি, অলোক দাস, গৌতম ঘোষ, সৌমিত্র চক্রবর্তী, দেবজিৎ ঘোষ, হাবিবুর রহমান।

মঙ্গলবার নিজের চোখে বিশ্বকাপজয়ী ফুটবলারকে দেখার জন্য নানা প্রকারের টিকিটের ব্যবস্থা করা হয়েছিল, যা ইতিমধ্যেই সব বিক্রি হয়ে গিয়েছে। উল্লেখ্য, আজই শেষ নয় এমির কর্মসূচি। আগামীকাল অর্থাৎ ৫ই জুলাইও শ্রীভূমিতে (Sribhumi) রাজ্যের মন্ত্রী সুজিত বসু আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। সেখান থেকে কলকাতার সন্তোষ মিত্র স্কয়ারে (Santosh Mitra Square) আরেকটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার কথা রয়েছে মার্টিনেজের। অর্থাৎ আগামি ২ দিন মার্টিনেজময় হতে চলেছে কলকাতা। ইতিমধ্যেই কলকাতায় এসে ফুটবলার জানিয়েছে, ভারতে এসে তাঁর খুবই ভালো লাগছে। এমনকি ফুটবলার জানান, তাঁর অনেকদিনের স্বপ্ন ছিল ভারতে আসার। গোটা কলকাতা শহর ঘুরে দেখার অপেক্ষায় রয়েছেন বলেও জানান গোল্ডেন গ্ল্যাভস জয়ী এমিলিয়ানো মার্টিনেজ।