Gold Rate | পয়লা বৈশাখের আগেই শিখর ছুঁই ছুঁই সোনার দাম! বেড়েছে রুপোলি ধাতুর দরও

সপ্তাহের শেষদিন এক লাফে সোনার দাম উঠে গেল সর্বকালীন শিখরে। স্পট গোল্ডের দাম এদিন ছাড়িয়ে গিয়েছে ৩,১০০ ডলার/ট্রয় আউন্সের গণ্ডি, যা মাসখানেক আগেও শুধু কল্পনাতেই ছিল।
সপ্তাহশেষে এক লাফে সর্বকালীন শিখরে উঠে গেল সোনার দাম। শনিবার কলকাতায় ২৪ ক্যারাট ১০ গ্রাম সোনার দাম দাড়িয়েছে ৮৯ হাজার ৩০০ টাকা, জিএসটি যোগ করেই তা সাড়ে ৯২ হাজার টাকায় পৌঁছে যাচ্ছে। ২২ ক্যারাট ১০ গ্রাম সোনার দাম দাড়িয়েছে ৮৫ হাজার ৩০০ টাকায়। তবে বাজারে সোনার গয়না কিনতে হলে এর সাথে যোগ হবে ৩ শতাংশ জিএসটি এবং গয়না তৈরির মজুরি। রুপোর দাম প্রতি কেজিতে দাঁড়িয়েছে ১ লক্ষ ১ হাজার ২০০ টাকায়।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- সোনা
- সোনার দর
- মূল্যবৃদ্ধি
- মূল্যহ্রাস