Tsunami | সুনামির দৈত্যাকার ঢেউ আছড়ে পড়লো জাপান-রাশিয়ায়! সতর্কতা জারি করা হলো এবার চিন ও আমেরিকাতেও!

পূর্বাভাস অনুযায়ী সুনামির দৈত্যাকার ঢেউ আছড়ে পড়লো জাপানের হোক্কাইডো উপকূলবর্তী এলাকা ও রাশিয়ার পূর্ব উপকূলের কুরিল দ্বীপে!
একের পর এক প্রাকৃতিক কোঁপ! বুধবার ভোরে ৮.৮ মাত্রার কম্পনে কেঁপে ওঠে রাশিয়া। তারপরেই জারি সুনামির সতর্কতা। জাপানের তরফে পূর্বাভাস দিয়ে জানানো হয়েছিল, বারবার সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে। ঢেউ উঠতে পারে ৩ মিটার উচ্চতা পর্যন্ত। তড়িঘড়ি খালি করে দেওয়া হয় জাপানের ফুকুশিমা পরমাণু কেন্দ্র। এবার পূর্বাভাস অনুযায়ী সুনামির দৈত্যাকার ঢেউ আছড়ে পড়লো জাপানের হোক্কাইডো উপকূলবর্তী এলাকা ও রাশিয়ার পূর্ব উপকূলের কুরিল দ্বীপে! বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর। সুনামির সতর্কতা জারি করা হয়েছে চিনের একাংশ ও আমেরিকাতেও।