Nepal PM Injured | গ্যাস বেলুন বিস্ফোরণে আহত নেপালের উপ প্রধানমন্ত্রী, অভিযোগের তীর এক ভারতীয়ের দিকে

নেপালে একটি অনুষ্ঠানে উদ্বোধনের সময় আচমকায় ফেটে গেল হাইড্রোজেন ভর্তি গ্যাস বেলুন। তাতে আহত হলেন দেশের উপ প্রধানমন্ত্রী বিষ্ণু পাউডেল।
নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হচ্ছিলো ‘ভিজিট পোখরা ইয়ার ২০২৫’ এর অনুষ্ঠান। অনুষ্ঠানের অংশ হিসেবে একগুচ্ছ বৈদ্যুতিক মোমবাতি জ্বালানো হতেই নিকটবর্তী ব্যানারে লেগে থাকা হাইড্রোজেন গ্যাসে ভর্তি বেলুন বিস্ফোরণ হয়। বিস্ফোরণের সময় বেলুনগুলোর খুব কাছেই দাঁড়িয়ে ছিলেন নেপালের উপ প্রধানমন্ত্রী পাউডেল। তাঁর হাত ও মুখ পুড়ে গিয়েছে। এছাড়াও আহত হন পোখরা মেট্রোপলিটন সিটির মেয়র ধনরাজ আচার্যও। দুজনকে তড়িঘড়ি হাসপালে ভর্তি করা হয়। এঘটনায় কমলেশ কুমার নামক এক ভারতীয়কে আটক করেছেন নেপাল পুলিশ।