FSSAI । চা-তেও বিষ! চায়ের দোকানের চা পাতায় মিললো কীটনাশক এবং রাসায়নিক! সতর্ক করলো FSSAI!
Thursday, July 11 2024, 4:19 am
Key Highlights
সাম্প্রতিক কয়েকটি অভিযানে চায়ের দোকানে ব্যবহৃত গুঁড়ো চা পাতায় মাত্রাতিরিক্ত পরিমাণ কীটনাশক এবং রংয়ের অস্তিত্ব মিলেছে।
ভারতের তৈরী একাধিক মশলা নিয়ে দিন কয়েক আগেই সতর্ক করেছে FSSAI। এরপর চায়ের পাতার মান নিয়ে সংশয় প্রকাশ করেছে FSSAI। সাম্প্রতিক কয়েকটি অভিযানে চায়ের দোকানে ব্যবহৃত গুঁড়ো চা পাতায় মাত্রাতিরিক্ত পরিমাণ কীটনাশক এবং রংয়ের অস্তিত্ব মিলেছে। যা শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক৷ জানা গিয়েছে,যে চা বাগানগুলির বিরুদ্ধে অনুমোদিত মাত্রার তুলনায় বেশি পরিমাণে কীটনাশক এবং রাসায়নিক চা পাতায় ব্যবহার করছে বলে অভিযোগ,তাদের বিরুদ্ধে অভিযানে নামতে চলেছে কর্ণাটকের স্বাস্থ্য দফতর৷
- Related topics -
- স্বাস্থ্য
- খাদ্য
- খাদ্যগুণ
- খাদ্য দপ্তর
- খাদ্য সুরক্ষা