Frank Caprio | প্রয়াত 'বিশ্বের সবচেয়ে দয়ালু বিচারক' ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও!

প্রয়াত 'বিশ্বের সবচেয়ে দয়ালু বিচারক' ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও! দীর্ঘ সময় ধরেই তিনি ভুগছিলেন মারণ রোগ ক্যানসারে।
প্রয়াত 'বিশ্বের সবচেয়ে দয়ালু বিচারক' ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও! দীর্ঘ সময় ধরেই তিনি ভুগছিলেন মারণ রোগ ক্যানসারে। শেষ পর্যন্ত ৮৮ বছর বয়সে জীবনাবসান হয় এই বিচারকের। আমেরিকান বিচারক ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও ছিলেন Rhode দ্বীপের মিউনিসিপাল জাজ। ন্যায়বিচারের প্রতি সহানুভূতিশীল, কাঠগড়ায় থাকা অপরাধীদের প্রতি নরম মনোভাব আচরণের জন্য ফ্র্যাঙ্ক ছিলেন বিশ্বখ্যাত। রায় দানের সময়েও দয়া দেখাতেন এই বিচারক। একটি টেলিভিশন সিরিজ Caught in Providence এও ফ্র্যাঙ্ক ক্যাপ্রিওর চরিত্র রিল লাইফে ছিল একদম রিয়েলের মতোই।
- Related topics -
- আন্তর্জাতিক
- আমেরিকা
- বিচারক
- ভাইরাল
- প্রয়াত