রণক্ষেত্রের চেহারা নিল রাজধানী ফ্রান্স, চাপের মুখে প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁর।
Monday, December 7 2020, 7:56 am
Key Highlightsপ্রস্তাবিত নয়া নিরাপত্তা আইন এবং প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁর বিরুদ্ধে গত কালও প্যারিস-সহ দেশের বেশ কয়েকটি শহরের রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন হাজার-হাজার মানুষ। গত শনিবারের মতো ফের রণক্ষেত্রের চেহারা নিল রাজধানী। দফায় দফায় চলল ইটবৃষ্টি, দোকান ভাঙচুর, জ্বলল গাড়ি। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাসের শেলও ফাটাল পুলিশ। দিনের শেষে দেশ জুড়ে গ্রেফতার অন্তত ৯৫ জন বিক্ষোভকারী। প্রশাসনের দাবি, আহত অন্তত ৬৭ জন পুলিশকর্মী। প্যারিসের রাস্তায় নেমেছিলেন হাজার হাজার প্রতিবাদী। পুলিশ তাঁদের আটকাতে গেলে কালো পোশাক পরা এবং মুখ-ঢাকা এক দল বিক্ষোভকারী পুলিশের উপর হামলা চালায় বলে অভিযোগ। কিছু সংবাদমাধ্যমের অবশ্য দাবি, পুলিশই প্রথমে বলপ্রয়োগ করে।
- Related topics -
- আন্তর্জাতিক
- ফ্রান্স
- গ্লোবাল সুরক্ষা খসড়া আইন
- ইমানুয়েল মাকরঁর
- সহিংসতা

